জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

পাঁচজন মিলে প্রতিবাদ জানালেন জাতীয় পাঠ্যক্রম ও শিক্ষা সিলেবাস নিয়ে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
মৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজারে জাতীয় পাঠ্যক্রম ও শিক্ষা সিলেবাসকে বিতর্কিত আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে পাঁচজনের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৪ ফেব্রুয়ারি দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চরমোনাই পীরের অনুসারী শিক্ষক সংগঠন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মৌলভীবাজার জেলা শাখার ব্যানারে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কমৃসূচি পালন করা হয়।

সংগঠনটির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুফতি রুহুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল ওয়াহিদ এর সঞ্চালনায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ফতোয়া বিষয়ক সম্পাদক মুফতি মাহমুদুল হাসান, সহ দফতর সম্পাদক হাফিজ আবু তাহের ও ইসলামী আন্দোলনের জেলা সাধারণ হাফেজ মাওলানা সোলাইমান।

এসময় বক্তারা জাতীয় পাঠ্যক্রম ও শিক্ষা সিলেবাসকে বিতর্কিত আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়ে বলেন, আমরা সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে দাবি জানাচ্ছি ইসলামী মূল্যবোধের আলোকে যেনো শিক্ষা সিলেবাস প্রনয়ন করা হয়।

সর্বশেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০২৪, ০১:৫৭
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও