দৈনিক রূপালী বাংলাদেশ এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য এম.শাহজাহান আহমদ এর উপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে গুরুতর আহত করে।
![]()
মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে সদর হাসপাতাল জামে মসজিদের সম্মুখে ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
![]()
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল জামে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে সাংবাদিক শাহজাহান বের হন। তখন মসজিদের বাহিরে ওত পেতে থাকা মাক্স পরা ৭/৮ জন যুবক হঠাৎ শাহজাহানের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে রাস্তায় ফেলে চলে যায়।
তবে কি কারণে এ হামলা করা হয়েছে তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান আমরা হাসপাতালে গিয়ে ওনাকে দেখে এসেছি এবং যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।














পাঠকের মন্তব্য