জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

খেলা দেখতে গিয়ে করোনা আক্রান্ত দুই হাজার দর্শক

মুক্তিবাণী অনলাইন ডেস্ক :

মহামারি করোনাভাইরাসের আবহে চলছে ফুটবলের জনপ্রিয় আসর ইউরো কাপ। একাধিক ফুটবলার ও সমর্থকদের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে টুর্নামেন্ট চলাকালীন। এবার মারাত্মক এক তথ্য সামনে আনল স্কটল্যান্ডের স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটির তথ্য অনুযায়ী, লন্ডনে বসে ইউরোর ম্যাচ দেখেছেন করোনা আক্রান্ত অন্তত দুই হাজার ফুটবলপ্রেমী।

রিপোর্ট প্রকাশের পরেই হইচই পড়ে যায়! শুধু স্টেডিয়ামেই নয়, সিটি সেন্টারে সবাই মিলে জায়ান্ট স্ক্রিনেও অনেকে খেলা দেখেছেন। রাস্তায় উৎসব করেছেন। অধিকাংশের মুখেই ছিল না মাস্ক। কোভিড আবহে মানুষ যেন ফুটবলের আনন্দে সবকিছু ভুলেই গেছেন। ওয়েম্বলির ঘটনা জানাজানি হওয়ার পর এখন আতঙ্কে রয়েছেন ইউরোপের অন্য দেশের ফুটবলপ্রেমীরাও।

জানা গেছে, এক হাজার ৯৯১ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে, এমন দুই-তৃতীয়াংশই জানিয়েছে তারা ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচ দেখতে লন্ডন সফর করেছিলেন। এর মধ্যে ৩৯৭ জন সমর্থক ওয়েম্বলি স্টেডিয়ামে ছিলেন।

পিএইচএসের রিপোর্ট এও বলছে, গ্লাসগোর ফ্যান জোনে খেলা দেখতে গিয়ে ৫৫ জন করোনাক্রান্ত হন। এ ছাড়া হ্যাম্পডেন পার্কে স্কটল্যান্ড-ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ড-চেক প্রজাতন্ত্রের ম্যাচের দিন যথাক্রমে ৩৮ ও ৩৭ জন করোনায় আক্রান্ত হন।

এই রিপোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, কোনো রকম সামাজিক বিধিনিষেধ না মানার ফলেই করোনা এভাবে সংক্রামিত হতে পেরেছে। করোনা আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কড়া নজরে রাখছে পিএইচএস।

সর্বশেষ আপডেট: ১ জুলাই ২০২১, ১৭:০২
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও