জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

‘সেরা ফর্মের ধারেকাছেও নেই মেসি’

মুক্তিবাণী অনলাইন ডেস্ক :

অবশেষে পিএসজির হয়ে অভিষেক ঘটল লিওনেল মেসির। ৩০ নম্বর জার্সি গায়ে চড়িয়ে প্রথম ম্যাচটি খেললেন তিনি। 

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটের দিকে নেইমারের বদলি হিসেবে নামেন মেসি। দুই-একবার প্রতিপক্ষ রাঁসের ডি-বক্সের কাছে বল নিয়ে গেলেও ট্যাকলিংয়ে পড়ে যান। একবার ফাউলের শিকার হন।

সব মিলিয়ে অভিষেক ম্যাচে অনেকটাই নিষ্প্রভ ছিলেন মেসি। চিরচেনা ফর্মে পাওয়া যায়নি আর্জেন্টাইন অধিনায়ককে।

বিষয়টি অবশ্য মেনে নিয়েছেন পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। তার মতে, এ মুহূর্তে নিজের সেরা ফর্মের ধারেকাছেও নেই মেসি। কোপা আমেরিকা জয়ের পর বেশ কিছু সময় বিরতির কারণে এমনটি হচ্ছে বলে মনে করে পচেত্তিনো।

পিএসজি কোচ বলেন, ‘লিওনেল মেসি এখন তার সেরা ফর্মের ধারেকাছেও নেই। তা থেকে অনেক দূরে অবস্থান করছে। তবে সে ফর্মের ফেরার জন্য অনুশীলনে বেশ মনোযোগী। আশা করি, আন্তর্জাতিক ফুটবলের বিরতি থেকে ফিরে সপ্তাহ দুয়েকের মধ্যে পুরো ফিট হয়ে যাবে সে। সত্যি বলতে, তার কাছে আমাদের অনেক আশা। তার সেরাটা দেখতে তো মুখিয়ে আছি আমরা। এ মুহূর্তে এটাই বলা যাচ্ছে— তার অভিষেকটা হয়ে গেছে। ওর জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ ছিল।’

অভিষেক রাঙাতে না পারলেও মেসি যে অত খারাপ খেলেননি সে দাবি পচেত্তিনোর।

বললেন,  ‘ও ভালোই খেলেছে, বলে প্রথম ছোঁয়া থেকেই সে দলের মধ্যে একটা শান্তির ভাব নিয়ে এসেছে। সে খুশি ছিল, দলের সঙ্গে ভালোভাবেই মিশে গেছে সে। দলকে সাহায্য করাটা, ফ্রান্সের পরিবেশ, ভিন্নতর ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো চাপে আছে সে। আমার মনে হয় অভিষেকটা ভালোই ছিল তার। জয় দিয়ে শুরু করাটাও ভালো হয়েছে ওর জন্য। শুধু আমাদের সমর্থকরাই নয়, সব দর্শকই যে ওর জন্য গলা ফাটিয়েছেন, এটাও খুব ভালো লেগেছে। মেসির সেরা অর্জনের এটি একটি।’

রোববার রাতে মেসির অভিষেক ম্যাচে দারুণ প্রতিভা দেখিয়েছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তার জোড়া গোলে ২-০ ব্যবধানে রাঁসকে হারিয়েছে পিএসজি।  আগামী ১২ সেপ্টেম্বর ক্লেগমোঁ ফুতের বিপক্ষে খেলবে পিএসজি।

তার আগেই মেসি ছুটবেন আর্জেন্টিনার হয়ে খেলতে লাতিন আমেরিকায়।

তথ্যসূত্র: ইন্ডিপেন্ডেন্ট ইউকে

সর্বশেষ আপডেট: ৩০ আগস্ট ২০২১, ১৪:২৭
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও