জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

ব্যালন ডি’অর গুরুত্বপূর্ণ পুরস্কার নয়: মেসি

মুক্তিবাণী অনলাইন ডেক্স :

৩৬ বছরের অপেক্ষা শেষে আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছেন লিওনেল মেসি। সেইসঙ্গে নিজের ক্যারিয়ারকে দিয়েছেন পূর্ণতা। আর তাই অনেকের মতে ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জিততে চলছেন মেসি। তবে ব্যালন ডি’অর নিয়ে মাথা ব্যাথা নেই সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের।

ফরাসি ক্লাব পিএসজির ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসি। সেখানে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। এখন পর্যন্ত ৬ ম্যাচে ৯ গোল করেছেন তিনি। শনিবার ভোরে ন্যাশভিল এসসির বিপক্ষে লিগ কাপের ফাইনালের আগে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে হাজির হন মেসি।

সংবাদ সম্মেলনে ব্যালন ডি’অর প্রসঙ্গে মেসি বলেন, ‘আমার ক্যারিয়ারজুড়ে অনেকবার বলেছি- ব্যালন ডি’অর গুরুত্বপূর্ণ পুরস্কার নয়। ব্যক্তিগত দিক থেকে সবচেয়ে সুন্দর পুরস্কার কিন্তু আমি কখনোই এটাকে গুরুত্ব দেইনি। সবসময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলের হয়ে কোনো অর্জন। বিশ্বকাপ জেতার পর, যেটা আমি জিততে পারছিলাম না; এখন আমি এমনকি ব্যালন ডি অর নিয়ে ভাবছিও না।’

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ ছিল সবচেয়ে সেরা অর্জন আর এখন আমি সময়গুলো উপভোগ করছি কেবল। সত্যিটা হচ্ছে আমি ব্যালন ডি’অর নিয়ে ভাবছি না। যদি এটা আসে, তাহলে সুন্দর একটা ব্যাপার হবে। যদি না পাই, কিছুই হবে না। এখন ইন্টার মায়ামির হয়ে আমার নতুন চাওয়া আছে।’

সর্বশেষ আপডেট: ১৮ আগস্ট ২০২৩, ১৪:৪৮
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও