জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

ছেলেটির কোনো দোষ ছিলো না

ইরফান সাজ্জাদ ,শবনম ফারিয়া ,নুসরাত জান্নাত
ইরফান সাজ্জাদ ,শবনম ফারিয়া ,নুসরাত জান্নাত

রূপাকে ভালোবাসে স্রোত। রূপার বাবা-মা নেই। চাচা-চাচীর সংসারে তার বেড়ে ওঠা। রূপাকে বিয়ে দেয়ার জন্য তার চাচা-চাচী উঠে-পড়ে লাগে। তাই স্রোত তার বাবা-মাকে না জানিয়ে বিয়ে করে ফেলে রূপাকে।

একদিন স্রোতের বাবা খুব অসুস্থ হয়ে পড়লে বাড়িতে যেতে হয় তাকে। অসুস্থ বাবা স্রোতের জন্য বন্ধুর মেয়ে স্বর্ণকে ঠিক করে রাখে। অসুস্থ বাবাকে কোনোভাবে না করতে পারবে না বলে বাধ্য হয়ে স্বর্ণকে বিয়েটা তার করতে হয়। আর তখনই গল্পের মোড় নেয় ভিন্ন দিকে।

শেষ পর্যন্ত স্রোত আসলে কাকে নিয়ে সংসার করবে? তা জানতে হলে দেখতে হবে ঈদের বিশেষ নাটক ‘ছেলেটির কোনো দোষ ছিলো না’।

হেলেন বদরুদ্দীনের গল্পে নাটকটির চিত্রনাট্য লিখেছেন শিশির আহমেদ। সজীব মাহমুদের পরিচালনায় এতে স্রোত চরিত্রে ইরফান সাজ্জাদ, রূপার চরিত্রে শবনম ফারিয়া ও স্বর্ণর চরিত্রে অভিনয় করেছেন নুসরাত জান্নাত রুহী।

ফ্যাক্টর থ্রি সলিউশনস নিবেদিত ও ত্রিধারা প্রযোজিত নাটকটিতে আরও অভিনয় করেছেন- ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নরেশ ভূঁইয়া, বৃষ্টিসহ প্রমুখ। একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

সর্বশেষ আপডেট: ২৮ মে ২০১৯, ০১:৩৯
মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও