মৌলভীবাজার শহরতলীর ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুমেল আহমেদের বাড়িতে আনুমানিক ৭ ডিসেম্বর দিবা গত রাত দুই টার সময় আগুন লেগেছে বলে এলাকা বাসি জানায়।
৭ ডিসেম্বর দিবা গত রাত প্রাথমিক ধারণা মতে দুইটার দিকে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এবং এলাকা বাসী।
বাড়ির সিকিউরিটি গার্ড জানান রাত দুইটার সময় হঠাৎ ঘরের ভিতরে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তিনি বাড়ির চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করেন এবং বাড়ির পাশের ঘরের লোকজন কে ডাকাডাকি করেন কেহ সাড়া না দেওয়ায় তিনি বাড়ির মূল গেট খুলে আরো জোরে জোরে চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন ছুটে আসেন।
এ সময় ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা রা এসে ঘন্টা খানেক সময় ধরে আগুন নেভানোর চেষ্টা করে অবশেষে নিয়ন্তনে নিয়ে আসে।
আশপাশের লোকজন এবং ফায়ার ব্রিগেডের সহায়তায় ঘরের মেইন গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করলে নিচতলা উপর তলা আগুনের প্রচন্ড ধোয়ায় শাশ্রদ্ধকর অবস্থায় ২ জন মহিলা কে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাড়িতে দুঃখের মাতম চলছে।
স্থানীয়রা জানান ২তলা বিশিষ্ট ডুপ্লেক্স ভবন ১টি গেট ও কয়েকটি জানালা রয়েছে ডুপ্লেক্স ভবনটির ভিতরে উন্নত মানের কাঠ দিয়ে রাজকীয় ভাবে ইন্টেরিয়র ডিজাইন করা ছিলো।
নিহতারা হলেন সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমেদের মাতা মেহেরুন্নেসা ও চাচী কটি বিবি ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার ব্রিগেড তদন্ত করছে।
পাঠকের মন্তব্য