১৭ মার্চ, ২০২৫ মৌলভীবাজার শাহ্ মোস্তফা রোডের সাদিয়া কমিউনিটি সেন্টারে সৈয়দ শাহ্ মোস্তফা রঃ সোশ্যাল অর্গানাইজেশনের ইফতার ও দোয়া মাহফিলে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
রমজান মাসের পবিত্রতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সৈয়দ শাহ্ মোস্তফা রঃ সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত হয়ে ধর্মীয় ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন , লন্ডন প্রবাসী এম এ কাইয়ুম তালুকদার উপদেষ্টা সৈয়দ শাহ্ মোস্তফা রঃ সোশ্যাল অর্গানাইজেশন , তিনি তার বক্তব্যে রমজান মাসের তাৎপর্য ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “রমজান মাস শুধু উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি, সহানুভূতি ও সামাজিক সম্প্রীতির মাস। এই মাসে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকার শিক্ষা পাই”।আরো উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ উপদেষ্টা সৈয়দ শাহ্ মোস্তফা রঃ সোশ্যাল অর্গানাইজেশন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপন আহমেদ, জাকির হোসেন উজ্জ্বল,জাভেদ আহমেদ, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, জাফর ইকবাল, মনিরুজ্জামান মনির, অথিরা সামাজিক সংগঠনের ভূমিকা ও সমাজ উন্নয়নে এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অতিথিরা বলেন, “সৈয়দ শাহ্ মোস্তফা রঃ সোশ্যাল অর্গানাইজেশন এমন একটি প্ল্যাটফর্ম যা ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে।”
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ এবং সাধারণ নাগরিকরা। সকলেই একসাথে ইফতার গ্রহণ করে ধর্মীয় ভ্রাতৃত্বের এক অনন্য নজির স্থাপন করেন।
ইফতার এর আগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দেশ, জাতি ও সমগ্র বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি শেখ সিব্বির আহমেদ (অধ্যক্ষ সিরাজনগর ফাজিল ডিগ্রী মাদ্রাসা)
অনুষ্ঠানের শেষে সৈয়দ শাহ্ মোস্তফা রঃ সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি রাসেল মোস্তফা সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই ইফতার ও দোয়া মাহফিল সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে সকলের প্রত্যাশা।
সর্বশেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫, ০১:৪৮
পাঠকের মন্তব্য