মৌলভীবাজার সড়ক দুর্ঘটনায় নিহত ১

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
বিশেষ প্রতিবেদকঃ

শনিবার ০২/০৩/২৪ ইং সকাল অনুমান ৯’০০ ঘটিকার সময় কামাল পুর হারুন মিয়ার দোকানের সামনে নোহ গাড়ীর চাপায় ১ জন নিহত হয়েছে। 

নিহত মনর মিয়া ৮০ পিতাঃমৃত:রহমত মিয়া সাংঃইসলামপুর থানাঃসদর কে একটি কালো রঙের নোহা গাড়ী চাপা দিলে তার মাথার পিছনে থেতলে যায়।

তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত বলে ঘোষনা করেন।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও