“খুলনা-সাতক্ষীরায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জার্নালিস্ট প্রটেক্ট কমিটির তীব্র নিন্দা”

ফাইল ছবি
ফাইল ছবি
খুলনা প্রতিনিধিঃ

দৈনিক খুলনা টাইমসের সম্পাদক সুমন আহমেদ এবং দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার মো. কামরুল হোসেন মনিকে লক্ষ্য করে দেওয়া প্রাণনাশের হুমকি ও সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (জেপিসি) এবং খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (কেসিআরএ)। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে গঠিত সংগঠন জেপিসি এ ঘটনাকে “স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত” আখ্যায়িত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ।

ফাইল ছবি

হুমকির বিস্তারিত বিবরণ : ১. সুমন আহমেদের বিরুদ্ধে হুমকি:• খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক খুলনা টাইমসের সম্পাদক সুমন আহমেদকে “আশিক”নামক শীর্ষ সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান হিসেবে পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সপরিবারে হত্যার হুমকি  দেওয়া হয়েছে।

• কেসিআরএ’র নেতৃবৃন্দ এই হুমকিকে “গোটা সাংবাদিক সমাজ ও মুক্ত গণমাধ্যমের প্রতি হুমকি” বলে চিহ্নিত করেছেন ।

২. কামরুল হোসেন মনির অভিযোগ: • গত ২৭ জুন “আশিক” নামে এক ব্যক্তি টেলিফোনে মনিকে বলেন, “আমার লাইফে যদি কোন সমস্যা হয়, আমি কিন্তু কাউকে সুস্থভাবে থাকতে দেবো না” । 

• হুমকির জেরে তিনি ৩ জুলাই খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি (নং-১১২) দায়ের করেন ।

৩. সাতক্ষীরা প্রেসক্লাব হামলা :  সম্প্রতি সাতক্ষীরা প্রেসক্লাবে বহিরাগতদের দ্বারা সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালানো হয়। জেপিসি এ ঘটনাকেও “সাংবাদিকতা পেশায় বাধা সৃষ্টির ষড়যন্ত্র” বলে নিন্দা করেছে ।

সংগঠন ও নেতাদের প্রতিক্রিয়া খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন: সহ-সভাপতি নূর হাসান জনি, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু প্রমুখ “হোয়াটসঅ্যাপ হুমকির প্রবণতাকে সাংবাদিক সমাজে আতঙ্কের কারণ” উল্লেখ করে জড়িতদের দ্রুত শনাক্ত ও কঠোর শাস্তির দাবি জানান ।

জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (জেপিসি):  সভাপতি কৌশিক দে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবিরের নেতৃত্বে সংগঠনটি ”সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় আইনি পদক্ষেপ” চেয়েছেন। তারা উল্লেখ করেন, “সাংবাদিকরা অপরাধীকে অপরাধী বলবে—এটাই স্বাভাবিক”।  

স্থানীয় নেতৃত্বের সমর্থন: খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এবং পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক সম্প্রতি এক সভায় “সাংবাদিকতাকে চতুর্থ স্তম্ভ” অভিহিত করে পেশাগত দায়িত্ব পালনে তাদের সহযোগিতার আশ্বাস দেন ।

⚖️ দাবি ও ভবিষ্যৎ পদক্ষেপ জেপিসি ও কেসিআরএ’র যৌথ দাবিসমূহ: 1. হুমকি প্রদানকারীদের দ্রুত শনাক্তআইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি।  

2. সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-পুলিশি সমন্বয় জোরদারকরণ ।

3. হুমকি ও হামলার ঘটনায় তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করা।

প্রাসঙ্গিক তথ্য: • সুমন আহমেদের ভূমিকা: তিনি গত জুনে কেসিআরএ’র সভাপতি পুনর্নির্বাচিত হন এবং অপরাধ সংবাদ কভারেজে সাহসী ভূমিকা এর জন্য পরিচিত ।  

কামরুল হোসেন মনির অবস্থান : দৈনিক আমার দেশ ও প্রবাহ পত্রিকার সাথে যুক্ত তিনি, এবং স্থানীয় অপরাধ প্রতিবেদনে সক্রিয় ।  

মূল বক্তব্য : হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাংবাদিকদের একের পর এক হুমকি শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্য নয়, বরং পেশাগত দায়িত্ব পালনের জন্যও বড় অন্তরায়। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।” খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন। 

✊ শেষ কথা : খুলনা ও সাতক্ষীরায় সাংবাদিকদের বিরুদ্ধে এই হুমকি ও হামলা বাংলাদেশে প্রেস ফ্রিডমের ক্রমাবনতির চিত্র ফুটিয়ে তুলেছে। আন্তর্জাতিক সহযোগিতায় গঠিত জেপিসি-সহ স্থানীয় সংগঠনগুলোর দাবি, এই ঘটনাগুলো যেন “পরাধীনতার শিকলে আবদ্ধ” হওয়ার সূচনা না হয় । সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত হস্তক্ষেপই এখন স্বাধীন মতপ্রকাশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও