“টমটম চুরি করে কেটে বিক্রির প্রস্তুতি! কমলগঞ্জে পুলিশের অভিযানে ৪ গ্রেফতার”

ছবি মুক্তিবানণী
ছবি মুক্তিবানণী
ডেক্স রিপোর্টঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) চুরির পর তা বিভিন্ন অংশে কেটে বিক্রির প্রস্তুতির সময় পুলিশ অভিযান চালিয়ে চার সদস্যের চক্রকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে চুরিকৃত গাড়ির কাটা অংশ, ব্যাটারি ও নগদ অর্থ।

ঘটনার বিবরণ: গত ৪ জুলাই বিকালে আদমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হাসিদ আলী নামে এক ব্যক্তি তার টমটম রেখে পিতার দোকানে কাজ করছিলেন। ফিরে এসে গাড়িটি না পেয়ে তিনি স্থানীয়দের সহায়তায় খোঁজা শুরু করেন। পরদিন সন্দেহভাজন তিনজনকে জনতা আটক করলে তারা চুরির কথা স্বীকার করে। এ খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ শ্রীমঙ্গলের লালবাগ এলাকায় অভিযান চালিয়ে মূল হোতা মুহিত মিয়াসহ মোট চারজনকে আটক করে।

গ্রেফতার ও উদ্ধার: আসামিরা হলো:  

• পারভেজ আলী (২০)

• সিয়াম আহমেদ (২৩)

• রহমত মিয়া (২২)

• মুহিত মিয়া (৪২, চক্রের মূল নেতা)।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে:  

• চুরির প্রাপ্ত ১৩ হাজার টাকা নগদ

• টমটমের ১৫টি কাটা অংশ

• ৪টি ব্যাটারি, ১টি চাকা, সামনের গ্লাস, কন্ট্রোলার ও মোটর।

অগ্রগতি: পুলিশ উদ্ধারকৃত সামগ্রীসহ আসামিদের আদালতে সোপর্দ করেছে। থানার ওসি জানান, “চুরিকৃত যানবাহন কেটে বিক্রির নেটওয়ার্ক ভেঙে দিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ভুক্তভোগীর বক্তব্য: হাসিদ আলী বলেন, “টমটমটি সংসারের প্রধান আয় এর উৎস ছিল। পুলিশের দ্রুত পদক্ষেপে আমি স্বস্তি পেয়েছি।”

শেষ লাইন: স্থানীয়দের সচেতনতায় পুলিশের এই অভিযান সফল হয়েছে বলে জানানো হয়। ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলাও নথিভুক্ত হয়েছে।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও