ফিফা ক্লাব বিশ্বকাপের পর মেজর লিগ সকারে ফিরেই জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। বড় জয়ে দর্শনীয় দুটি গোল করেছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। তার এই গোল মনে করিয়ে দিয়েছে সেরা সময়ের মেসিকে।
বাংলাদেশ সময় রোববার সকালে মন্ট্রিলকে তাদেরই মাঠে ৪-১ হারিয়েছে মায়ামি। তাদের অন্য দুই গোলদাতা তাদিও আলেন্দে ও তালিস্কো সেগোভিয়া।
মেসির দুই গোলেই সহায়তা করেন লুইস সুয়ারেস।
এই জয়ে পয়েন্ট তালিকার ছয়ে উঠে এসেছে মায়ামি। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩২। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের তালিকার শীর্ষে সিনসিনাটি।
কিছু বুঝে ওঠার আগেই এদিন পিছিয়ে পড়ে মায়ামি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই মেসির ব্যাকপাস গোলমুখে পেয়ে যান প্রিন্স আউসু। জালে বল পাঠাতে ভুল করেননি মন্ট্রিল স্ট্রাইকার।
পিছিয়ে পড়ে মেসির নেতৃত্বেই একের পর এক আক্রমণ শানায় মায়ামি। ১৫তম মিনিটে পোস্টে বাধা পায় জর্দি আলবার শট। ৩৩তম মিনিটে পেয়ে যায় জালের দেখা। মেসির পাস পেয়ে দলকে সমতায় ফেরান আলেন্দে।
৩৯তম মিনিটে দলকে এগিয়ে নেন মেসি। ডান প্রান্তে সুয়ারেসের পাস পেয়ে ভিতরে ঢুকে যান আর্জেন্টাইন ফরোয়ার্ড। চার ডিফেন্ডারকে ঘোল খাইয়ে বাঁ পায়ের শটে এগিয়ে নেন দলকে।
৬০তম মিনিটে দূর পাল্লার উঁচু শটে ব্যবধান বাড়ান তালিস্কো। দুই মিনিট না যেতেই ব্যবধান ৪-১ করে দেন মেসি।
আর্জেন্টাইন মহাতারকার এই গোলটি ছিল আরও দর্শনীয়। মাঝমাঠে সুয়ারেসের পাস পেয়ে ডি বক্সের দিকে এগিয়ে যান ক্ষিপ্র গতিতে। পাঁচ ডিফেন্ডারকে নাকানিচুকানি খাইয়ে বা পায়ের শটে খুঁজে নেন জাল।
আসরে ১৪ ম্যাচে মেসির এটি ১২তম গোল। আছে ৭টি অ্যাসিস্টও।
ম্যাচ জুড়ে আরও অনেক সুযোগ নষ্ট করেছে মায়ামি। ব্যবধান তাই আর বাড়েনি।
ম্যাচ জুড়ে পাল্টা আক্রমণে ভীতি ছড়ানো মন্ট্রিলও সুযোগ পেয়েছে অনেক। কিন্তু গোলরক্ষক অস্কার উস্তারির বিশ্বস্থ গ্লাভস ভেদে করতে পারেনি তারা। ঘরের মাঠে হার নিয়েই তাই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
মায়ামির পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টায়, নিউ ইংল্যান্ডের বিপক্ষে।