“শ্রীমঙ্গলে গোয়েন্দা পুলিশের অভিযান: বিদেশি ২০ বোতল মদ উদ্ধার, ১ যুবক আটক”

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
মুক্তিবাণী ডেক্স রিপোর্টঃ

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি বিশেষ অভিযানে ২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকালে শ্রীমঙ্গল উপজেলার হগলিয়া এলাকায় (পুরাতন গাজীপুর বাসস্ট্যান্ড) এ অভিযান চালিয়ে জুয়েল মিয়া (২২) নামে এক যুবককে আটক করে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সূত্রের ভিত্তিতে অভিযান শুরু করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল মিয়া পালানোর চেষ্টা করে। তবে তাকে দ্রুত ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ বোতল “ROYEL GREEN DELUXE BLENDED WHISKY”। প্রতিটি বোতলের ধারণক্ষমতা ৩৭৫ মিলিলিটার হওয়ায় মোট উদ্ধারকৃত মদের পরিমাণ দাঁড়ায় ৭.৫ লিটার। এসব মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬,০০০ (ছত্রিশ হাজার) টাকা

আটককৃত জুয়েল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ২৪(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতের পরিচয়: নাম: মোঃ জুয়েল মিয়া বয়স: ২২ বছর  পিতার নাম:বাবুল মিয়া  ঠিকানা: হুগলিয়া (টিলাগাঁও), থানা: শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজার।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, মৌলভীবাজারে অবৈধ মাদক পাচার রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও