বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা মৃত্যুবরণ করেছেন। শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, একমাত্র কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শামসুল হুদার মরদেহ মৃত্যুর পর থেকে ইউনাইটেড হাসপাতালে সংরক্ষিত আছে। তার একমাত্র মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেশে ফিরে আসার পরই তার জানাজা ও দাফনের সময়সূচি চূড়ান্ত করা হবে বলে পরিবার থেকে নিশ্চিত করা হয়েছে।
পেশাগত জীবন ও অবদান: এটিএম শামসুল হুদা ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন কমিশন তৎকালীন সময়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন সফলভাবে সম্পন্ন করে। আইনের শাসন, স্বচ্ছতা ও নির্বাচনী প্রক্রিয়ায় আস্থা প্রতিষ্ঠায় তার ভূমিকা প্রশংসিত হয়। তিনি একজন মেধাবী প্রশাসক ও সংবিধান বিশেষজ্ঞ হিসেবেও সুপরিচিত ছিলেন।
তার মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজ গভীর শোক প্রকাশ করেছেন। তারা শামসুল হুদার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পাঠকের মন্তব্য