“ফতুল্লায় ১৩ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী আজিম গ্রেফতার”

ছবি মুক্তিবাণীঃ
ছবি মুক্তিবাণীঃ
নারায়নগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৩ বছরের এক নাবালিকা শিশুকে অপহরণ ও জোরপূর্বক ধর্ষণের অভিযোগে পলাতক আসামী আজিম (২২) গ্রেফতার হয়েছে। র‍্যাব-১১’র গোয়েন্দা অপারেশনের মাধ্যমে বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে তাকে আটক করা হয়। ছবি মুক্তিবাণীঃ

ঘটনার বিস্তারিত: গত ১৭ মে সকালে শিশুটি ফতুল্লার গেদ্দারবাজার তালতলা শ্মশান সংলগ্ন গলি দিয়ে যাওয়ার সময় আসামী তাকে ডেকে একটি পরিত্যক্ত ম্যাচ বাসায় নিয়ে যায়। সেখানে চাকুর সাহায্যে হুমকি দিয়ে দরজা আটকে শিশুটিকে ধর্ষণ করে আজিম। ভুক্তভোগীর আত্মীয়রা তাকে উদ্ধার করলে আসামী পালিয়ে যায়।

র‍্যাব-১১’র সাফল্য: গত ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত র‍্যাব-১১ তাদের দায়িত্বাধীন এলাকায়:  • • চাঞ্চল্যকর অপরাধী ১৩৪ জন ও আরসা সদস্য ১৫ জন গ্রেফতার

• হত্যা মামলায় ১৪৩ জন, ধর্ষণ মামলায় ৬০ জন আটক

• ৯২টি অস্ত্র ও ১,২৯৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

• ৩৩৮+ মাদক কারবারি গ্রেফতার

• ৫৪ জন অপহরণকারীর হাত থেকে ৬০ জন ভিকটিম উদ্ধার

গ্রেফতারকৃত আসামীকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ দমনে নিবেদিত ভূমিকা রাখছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও