সৌদি আরব থেকে ছোট ভাইয়ের লাশ নিয়ে ফটিকছড়ি যাওয়ার পথে কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই। শনিবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের মোহাম্মদ বাবুল ও তার মামাতো ভাই ঠিকাদার ওসমান গণি। এসময় গুরুতর আহত হন তাদের আত্মীয় মো. বশির।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সৌদি আরবে তার কপিলের (নিয়োগকর্তা) হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে নিহত প্রবাসী মো. রুবেলের লাশ ঢাকা বিমানবন্দর থেকে সংগ্রহ করে ফটিকছড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন পরিবারের সদস্যরা। চৌদ্দগ্রামে পৌঁছালে লাশবাহী মাইক্রোবাসটি পেছন থেকে একটি লরিকে ধাক্কা দেয়। তীব্র আঘাতের ঘটনাস্থলেই বাবুল ও ওসমান গণির মৃত্যু হয়। আহত বশিরকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মো. সাকলাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স ও মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ভূজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহেল শোক প্রকাশ করে বলেন, “রুবেলের লাশ আনতে ঢাকা গিয়েছিলেন তার দুই ভাই। ফেরার পথেই এই মর্মান্তিক পরিণতি।” নিহতদের দ্রুত শেষকৃত্য সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা করছে বলে তিনি জানান।
এ ঘটনায় ফটিকছড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিরাপদ সড়ক ব্যবস্থা জোরদারের দাবি জানিয়ে দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার শান্তি ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পাঠকের মন্তব্য