শ্রীমঙ্গলে এক নারী উদ্যোক্তার উপরে সন্ত্রাসী হামলায় গ্রেফতার ১

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে জয়িতা নারী উদ্যোক্তার উপরে সন্ত্রাসী  হামলার ঘটনায়  গ্রেফতার আব্দুল্লাহ (২৪) নামে এক বখাটে গ্রেফতার করা হয়েছে। 

গত ২৭ ই অক্টোবর   শ্রীমঙ্গল থানাধীন পৌরসভার অন্তর্গত হবিগঞ্জ রোডস্থ মুজিবুর রহমান মার্কেট ফোনের চার্জার কিনতে গিয়ে ঐ নারী জয়িতা উদ্যোক্তা কানের দুল পড়ে যাওয়াতে পরের দিন সকালে ঐ মার্কেটে গেলে ওনাকে ঢুকতে না দেওয়াকে কেন্দ্র করে পাশবিক মারপিট সহ শ্লীলতাহানি ঘটায় আব্দুল্লাহ নামে বখাটে সন্ত্রাসী পান দোকানদার ও মার্কেটের চৌকিদার।

ছবি মুক্তিবাণী

শেফালী আক্তার (৪০)  লিখিত মামলার এজাহারে অভিযোগ উল্লেখ করে বলেন,  বিবাদী অত্যন্ত খারাপ, উগ্রমেজাজী, সন্ত্রাস প্রকৃতির লোক বটে। পক্ষান্তরে আমি একজন আইনমান্যকারী মহিলা বটে। বিবাদী মোঃ আব্দুল্লাহ মুজিবুর রহমান মার্কেটের ব্যবসায়ী ও উক্ত মার্কেটের দেখাশুনার দায়িত্বে রহিয়াছে। ঘটনার পূর্বের দিন ইং ২৬/১০/২৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৯.৩০ ঘটিকার সময় আমি মোবাইলের চার্জার ক্রয় করার জন্য ঘটনাস্থলে যাই। আমি উক্ত মার্কেট হতে মোবাইল চার্জার ক্রয় করিয়া বাড়িতে চলে আসি। বাড়িতে আসিয়া রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমানোর সময় দেখতে পাই যে, আমার এক কানের স্বর্নের দুল নাই। যাহার আনুমানিক ওজন-দেড়আনা, আনুমানিক মূল্য-২০,০০০/- টাকা হইবে। আমার ধারনা হই যে, মুজিবুর রহমান মার্কেটের মধ্যে মোবাইল চার্জার ক্রয় করার সময় দোকানের আশপাশে পড়ে যায়। পরবর্তীতে আমি ঘটনার তারিখ ও সময় অর্থাৎ গত ২৭/১০/২০২৫ খ্রি. সকাল অনুমান ০৭ টায়  ঘটনাস্থল শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল পৌরসভার অন্তর্গত হবিগঞ্জ রোডস্থ মুজিবুর রহমান মার্কেটে যাইয়া বিবাদী মোঃ আব্দুল্লাহকে দেখতে পাইয়া আমার হারানো কানের দুলটির কথা বলি। আমি বিবাদীকে মার্কেটের ভিতরে আমার স্বর্নের কানের দুলটি খোঁজার কথা বললে বিবাদী আমার উপর উত্তেজিত হইয়া বাধা নিষেধ করেন। আমি বিবাদীকে বার বার অনুরোধ করি এবং বলি যে, কিছু সময় পরে লোকজনের আসা যাওয়ার কারনে আমার কানের দুল আমি নাও পাইতে পারি। কিন্তু বিবাদী আমার কথার কোন কর্নপাত না করিয়া আমার উপর উত্তেজিত হইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি উক্ত গালিগালাজের প্রতিবাদ করিলে বিবাদীর হাতে থাকা বাশের লাঠি দিয়া এলোপাতারি বারি মারিয়া আমার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নিলা ফুলা বেদনাদায়ক জখম করে। আমি শোর চিৎকার করিলে বিবাদী স্টীলের চেয়ার দিয়া আমাকে এলোপাতারি মারধর শুরু করে। আমি জখম প্রাপ্ত হইয়া মাটিতে পড়িয়া গেলে উল্লেখিত বিবাদী আমাকে এলোপাতারি কিল ঘুষি লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা বেদনাদায়ক জখম করে এবং বিবাদী আমার পড়নের কাপড় টানা হেচড়া করিয়া শ্লীলতাহানী ঘটায়।

ছবি মুক্তিবাণী

তিনি আরেও বলেন, আমি প্রাণের ভয়ে শোর চিৎকার করিলে আশপাশ হইতে কতেক সাক্ষীসহ লোকজন ঘটনাস্থলে আগাইয়া আসিয়া বিবাদীর কবল হইতে আমাকে প্রাণে রক্ষা করে। বিবাদী আমাকে প্রানে হত্যাসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি হমকি প্রদান করিয়া ঘটনাস্থল ত্যাগ করে। মারামারির ঘটনার সময় আমার গলায় থাকা ০৬ আনা ওজনের স্বর্নের চেইন, যাহার মূল্য অনুমান ৮০,০০০/- টাকা, যাহা বিবাদী চুরি করিয়া নিয়া যায় এবং আমার সাথে থাকা বাটন মোবাইল ভাঙ্গিয়া অনুমান ২৫০০/-টাকার ক্ষতি সাধন করে। পরবর্তীতে কতেক সাক্ষীদের সহযোগিতায় আমি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাইয়া প্রাথমিক চিকিৎসা গ্রহন করি। বিবাদীর এহেন কার্যে আমি চরম হতাশার মধ্যে ভূগিতেছি।

---আব্দুল্লাহ মিয়া সে কোরাআনে হাফেজ থাকলেও  তার চরিত্র খারাপ সে গত ২০২৪ সালে ১৬ ই আগষ্ট যৌথ বাহিনীর অভিযানে শ্রীমঙ্গলে একটি রিসোর্টে অসামাজিক কার্যকলাপে ২১ জন নারী পুরুষ সহ  গ্রেফতার হয়ে জেলে খাটে। তার এবিষয়ে বিভিন্ন জাতীয় মিডিয়াতে ছবি সহ সংবাদ প্রচারিত হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম বলেন, কানের দুল খোয়া যায় বাদী শেফালী বেগম এর দেওয়া অভিযোগের ভিত্তিতে  আমরা তদন্ত শুরু করি। মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি। শ্রীমঙ্গল পৌরসভার  শহরের হবিগঞ্জ রোডস্থ মুজিবুর রহমান মার্কেটের ফুটেজে দেখা যায়, বাদী শেফালি বেগম কানের দুল খোঁজ নিতে গেলে  নারী উদ্যোক্তার উপরে আব্দুল্লাহ কর্তৃক বেধড়ক মারপিট করা হয় এতে গুরুতর আহত হন তিনি।  আসামীর স্বীকারোক্তিমূলক সতত্যা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও