“মৌলভীবাজারে ঈদুল আজহার নামাজে হাজারো মুসল্লির সমাগম, তিন জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন”

বিশেষ প্রতিবেদকঃ

মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে হাজারো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে। শনিবার (৭ জুন) সকালে তিনটি পৃথক জামাতে শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় করা হয়।  

ছবি মুক্তিবাণী

সকাল সাড়ে ৬টায় প্রথম জামাতের ইমামতি করেন হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব (বরুণা), সহকারী ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা মকবুল হোসাইন খান (উত্তর কলিমাবাদ জামে মসজিদের খতিব)। সাড়ে ৭টায় দ্বিতীয় জামাত পরিচালনা করেন শেখ মোহাম্মদ আব্দুল হক (বায়তুল আমান জামে মসজিদের খতিব ও জামেয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল), সহকারী ইমাম ছিলেন মাওলানা মুজাম্মেল হক মাহিরী (শান্তিবাগ জামে মসজিদ)। তৃতীয় জামাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় মাওলানা মোঃ শফিউল আলম সোহেল (পশ্চিমবাজার জামে মসজিদের ইমাম) এর নেতৃত্বে, সহকারী ইমাম হিসেবে দায়িত্বে ছিলেন মোঃ মুহাররম আলী (কাজিরগাঁও জামে মসজিদের খতিব)।

ছবি মুক্তিবাণী

ঈদগাহে উপস্থিত ছিলেন রাজনগর-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক ইসরাইল হোসেন, পৌর প্রশাসক বুলবুল আহমেদ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা জামায়াতে  ইসলামীর নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নামাজ শেষে মুসল্লিরা দেশ ও বিশ্বের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

ছবি মুক্তিবাণী

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, “প্রতি বছরের মতো এবারও ঈদগাহে অসাধারণ পরিবেশ ছিল। সঠিক ব্যবস্থাপনা ও সামাজিক সম্প্রীতির ছবি ফুটে উঠেছে।” অন্যদিকে তরুণ মুসল্লি রাফিদ হাসান বলেন, “তিনটি জামাতের ব্যবস্থা করা হয়েছে বলে ভিড় কম ছিল, সবাই সুন্দরভাবে নামাজ আদায় করতে পেরেছেন।”

ছবি মুক্তিবাণী

ঈদের এই পবিত্র moments উদযাপনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়েছে। মৌলভীবাজার পৌরসভার আয়োজনে ঈদগাহের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও