শমশেরনগর হাসপাতাল ইউকে কমিটি কর্তৃক প্রফেসর ডাঃ রাবেয়া বেগমকে সম্বর্ধনা প্রদান

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
সালেহ আহমদ (স’লিপক):

শমশেরনগর হাসপাতাল ইউকে কমিটি কর্তৃক প্রফেসর ডাঃ রাবেয়া বেগমকে সম্বর্ধনা প্রদমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃতি সন্তান, শমশেরনগর হাসপাতালের অন্যতম উপদেষ্টা এবং ভূমিদাতা সরওয়ার জামান রানার চাচাতো বোন, স্বনামধন্য প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সিলেট নর্থইষ্ট মেডিক্যাল কলেজের অধ্যাপক প্রফেসর ডাঃ রাবেয়া বেগমকে সম্বর্ধনা প্রদান করেছে শমশেরনগর হাসপাতাল ইউকে কমিটি।

ছবি মুক্তিবাণী

রবিবার (২৯ জুন) বৃটেনের বেথনাল গ্রীন চটপটি লাউঞ্জে শমশেরনগর হাসপাতাল ইউকে কমিটির আয়োজনে সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতাল কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য এ.কে.এম জিল্লুল হক।

শমশেরনগর হাসপাতাল কমিটির সহ-সভাপতি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলাউর রহমান খান শাহীন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সাহিত্যিক শরীফুজ্জামান চৌধুরী, কমিউনিটি লীডার শাহগীর বখত ফারুক, প্রবীণ সাংবাদিক ও কমিউনিটি নেতা কে.এম.আবু তাহের চৌধুরী, হাসপাতাল ইউকে কমিটির সিনিয়র সহ-সভাপতি ব্যাংকার সৈয়দ সুহেল আহমেদ, সিলেট হার্ট ফাউন্ডেশনের সেক্রেটারি মিছবাহ জামাল, হাসপাতালের আজীবন সদস্য প্রিন্সিপাল ফখর উদ্দিন চৌধুরী, ডাঃ মামুন এবং ভূমিদাতা সরওয়ার জামান রানা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুলাউড়া এসোসিয়েশন ইউকে’র সম্পাদক ও শমশেরনগর হাসপাতালের আজীবন সদস্য খন্দকার আব্দুল করিম নিপু, আজীবন সদস্য আব্দুল মোতালেব লিটন, আজীবন সদস্য চটপটি লাউঞ্জের কর্ণধার মুশতাক আহমেদ, দাতা সদস্য জাহাঙ্গীর খান, আজীবন সদস্য কুতুব আলী এবং আন্তর্জাতিক সম্পাদক ময়নুল ইসলাম খান।

অনুষ্ঠানে বৃটেনে বসবাসরত কমিউনিটির উজ্জ্বল ব্যক্তিবর্গ সহ বৃটেনে কর্মরত ও উচ্চ শিক্ষারত প্রফেসর ডাঃ রাবেয়া বেগম এর চিকিৎসক শিক্ষার্থীরা উপস্থিত থেকে সম্বর্ধনা অনুষ্ঠানকে আলোকিত করেন। আয়োজকরা প্রফেসর ডাঃ রাবেয়া বেগম এর হাতে সংবর্ধনা ক্রেস্ট তোলে দেন।

প্রফেসর ডাঃ রাবেয়া বেগম তাঁর বক্তব্যে বৃটেনে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, হাসপাতাল প্রতিষ্ঠার চেয়েও দুরূহ হচ্ছে তা পরিচালনা করা। যেহেতু শমশেরনগর হাসপাতাল মূলতঃ দরিদ্র মানুষের সেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত, তাই সকলের উচিত সাধ্য অনুযায়ী এ উদ্যোগের সাথে থাকা। বড় অঙ্কের অর্থ সাহায্য ছাড়াও ছোট ছোট যেকোন অঙ্কের দান, সাদাকা বহু গরীব মানুষের উপকারে লাগবে।

সভাপতির বক্তব্যে এ.কে.এম জিল্লুল হক নানান ব্যস্ততার মাঝেও যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও