জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

মামুনুলকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গ্রেফতার সেই যুবলীগ নেতার জামিন

সুনামগঞ্জ প্রতিনিধি :

হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে ফেসবুকে আপক্তিকর স্ট্যাটাস দেওয়ার পর গ্রেফতার যুবলীগ নেতা এমাদ আহমেদ জয়কে জামিন দিয়েছেন আদালত।

সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (তাহিরপুর জোন) আদালতের বিচারক রাগীব নুর সোমবার বিকেলে তার জামিন মঞ্জুর করেন।

এমাদ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।

মঙ্গলবার কোর্ট ইন্সপেক্টর মো. সেলিম নেওয়াজ এমাদের জামিনের বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, শনিবার বিকেলে  এক নারীর অশ্লীল ছবির সঙ্গে হেফাজত নেতা মামুনুল হকের ছবি যুক্ত করে ফেসবুকে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করেন।  এ নিয়ে আলেম সমাজ ও হেফাজত অনুসারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।

এরপর রোববার থানা পুলিশ উপজেলার বাদাঘাট বাজারের বাদাঘাট -সুনামগঞ্জ সড়ক থেকে এমাদকে গ্রেফতার করে।

সোমবার পুলিশ বাদী হয়ে ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে এমাদকে আদালতে হাজির করে।

সর্বশেষ আপডেট: ৬ এপ্রিল ২০২১, ১৮:০৪
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও