জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

জুড়ীতে পরিবহন শ্রমিকদের দু’গ্রুপের সংঘর্ষে আহত ২

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
মৌলভীবাজার প্রতিনিধি।।

মৌলভীবাজারের জুড়ীতে সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিকদের দু’গ্রুপের সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। ঘটনাটি রোবরার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে জুড়ী মসজিদ মার্কেট সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের সামনে ঘটেছে।

জানা গেছে, জুড়ী মসজিদ মার্কেট সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের নির্বাচনী বিষয় নিয়ে শ্রমিকদের দু গ্রুপের মধ্যে বিরোধের জেরধরে রোববার দুপুরে শ্রমিকদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ২জন শ্রমিক আহত হয়। আহতরা হলেন টুনু মিয়া (৩৫) ও রাজু মিয়া (৩০)। আহতদের কে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে, মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুড়ী মসজিদ মার্কেট সংলগ্ন সিএনজি স্ট্যান্ড শ্রমিকদের দুগ্রুপের সংঘর্ষে জুড়ী টু লাঠিটিলা প্রধান সড়কটি প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে শ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শ্রমিকদের শান্তনা দিলে, শ্রমিকরা সড়ক থেকে অবরোধ তুলে নেয়।

জুড়ী উপজেলা সিএনজি স্ট্যান্ড সভাপতি ফয়জুল ইসলাম কালা বলেন, নামধারী ৫/৭ জন শ্রমিকের কারণে আজকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরা একাধিক বার সন্ত্রাসী কায়দায় শ্রমিক হয়েও শ্রমিকদের উপর হামলা চালায়। শ্রমিকরা সড়ক অবরোধ করলে, জুড়ী থানা পুলিশ সরেজমিনে অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। এতে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। যদি আসামিদের আইনের আওতায় না আনা হয়, তাহলে আমরা রাত ৮টায় মাইকিং করে কর্মবিরতি ও সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে পিছুহটব না।

জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন মুঠোফোনে বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। আমরা তাদেরকে বলছি, থানা এসে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৩, ০১:৪৩
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও