সিলেট থেকে মৌলভীবাজারের কমলগঞ্জে ফেরার পথে মায়ের সঙ্গে ট্রেনে ভিড়ের মধ্যে হারিয়ে যায় এক ১৭ বছরের কিশোরী। ভুল করে কুলাউড়া স্টেশনে নেমে পরবর্তী ট্রেনের অপেক্ষায় থাকা অবস্থায় এক প্রাইভেটকার চালকের সঙ্গে তার পরিচয় হয়। বাড়ি পৌঁছে দেওয়ার মিথ্যা আশ্বাসে তাকে সিলেটের একটি হোটেলে নিয়ে গিয়ে সেনা সদস্য সেজে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে ওই চালক।
ঘটনার বিস্তারিত: ট্রেনে ভুল স্টেশনে নামা: গত ৩০ জুন সিলেট থেকে আসনবিহীন টিকিটে কিশোরী ও তার মা ভানুগাছের ট্রেনে উঠেন। ভিড়ের কারণে কুলাউড়া স্টেশনে ভুলে নেমে পড়ে কিশোরী।
• প্রলোভনের ফাঁদ: গাড়িচালক আক্তার আলী (২৮) তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে সিলেটের একটি হোটেলে নিয়ে যান। সেখানে সেনা সদস্য সেজে বিয়ের প্রলোভন ও হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেন।
• টাকা দাবি ও উদ্ধার: কিশোরীর মোবাইল কেড়ে নিয়ে তার আত্মীয়কে ইমো অ্যাপে বার্তা দিয়ে ২০ হাজার টাকা দাবি করেন আক্তার। পুলিশের সহায়তায় সোমবার রাতে কিশোরীকে উদ্ধার করা হয় এবং আক্তারকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্তের স্বীকারোক্তি: কুলাউড়া রেলওয়ে থানার এসআই দিপক দেওয়ান জানান, আক্তার আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
পারিবারিক দুঃখগাথা: কিশোরীর পরিবার হতদরিদ্র। সিলেটে চিকিৎসাধীন আত্মীয়কে দেখে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হয় সে।
সম্পাদকের মন্তব্য: এমন নৃশংস ঘটনায় প্রশ্ন উঠেছে জননিরাপত্তা ও নারীসুরক্ষা নিয়ে। আইনের কঠোর প্রয়োগ ও সামাজিক সচেতনতা জরুরি।
পাঠকের মন্তব্য