জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

জুড়ীতে রোগীর স্বজনদে ভয় দেখানো সেই নার্সের বিরুদ্ধে এবার তদন্ত কমিটি গঠন !

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
জুড়ী প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রোগীকে চিকিৎসা না দিয়ে উল্টো পুলিশের ভয় দেখানোর অভিযোগ উঠেছে হাসপাতালের এক নার্সের বিরুদ্ধে। রোগির স্বজনকে পুলিশি ভয় দেখানোর বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এছাড়া এ নিয়ে রোগীর অভিভাবক গত  মঙ্গলবার জেলা সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের দায়িত্ব পালনে অবহেলা এবং পুলিশী হুমকি প্রদানে তদন্ত কমিটি সরজমিনে রবিবার ২৪ মার্চ দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  কাজ করবেন এমন তথ্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহের স্বাক্ষরিত একটি চিঠিতে নিশ্চিত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের বাসিন্দা মো: জুনেদ মিয়া গত ১৬ মার্চ বিকাল ৩ ঘটিকায় তার ১০ মাস বয়সী কন্যা সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তখন কর্তব্যরত চিকিৎসক রোগীকে কোনো চেকআপ না করে আগের দিনের ডাঃ রামেদ্র সিংহের দেয়া একটি ব্যবস্থাপত্র দেখে একটি ব্যবস্থাপত্র লিখে চলে যেতে বলেন। কিন্তু বাড়ি যাবার পর মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৮ টায় আবার হাসপাতালে নিয়ে যান। তখন হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স তন্ময় দাস সিট খালি না থাকার কথা বলে রোগীকে প্রাইভেট হাসপাতালে ভর্তি করতে বলেন এবং এতে তিনি সহযোগিতা করার কথাও বলেন। কিন্তু আমি বাহিরে যেতে অপারগতা প্রকাশ করে এখানেই চিকিৎসা দেবার দাবী জানালে তিনি আমাকে পুলিশে দেবার ভয় দেখান। আমি চিকিৎসা না পেয়ে অসুস্থ মেয়েকে নিয়ে চলে যেতে বাধ্য হই।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ বলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে মৌলভীবাজার সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ রুমী বলেন, তদন্ত করে দায়িত্ব অবহেলার  সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেট: ২৪ মার্চ ২০২৪, ০২:৫৪
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও