প্রাইভেট পড়াতে গিয়ে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে এক মর্মান্তিক ঘটনায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক আরিফ মিয়াকে (২৩) ঘটনার পরদিন বৃহস্পতিবার ৩ জুলাই সকালে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। বর্তমানে ভুক্তভোগী ছাত্রীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।  

ঘটনার বিবরণ: গত বুধবার (২ জুলাই) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙ্গিলা এলাকায় এ জঘন্য ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রীর পরিবারের বরাত দিয়ে জানা যায়, শিক্ষক আরিফ মিয়ার কাছে নিয়মিত প্রাইভেট পড়তে যাওয়া ওই ছাত্রী সেদিনও তার বাসায় পড়তে যায়। পরিবারের অভিযোগ, সেই সুযোগে আরিফ মিয়া তাকে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার পর অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান।

অভিযুক্তের পরিচয়: গ্রেফতারকৃত আরিফ মিয়া মুলাইদ গ্রামের কামাল মিয়ার পুত্র। তিনি স্থানীয় মুলাইদ আয়েশা প্রিক্যাডেট এন্ড হাইস্কুল এবং তালিমুল কুরআন আন্তর্জাতিক বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশি তৎপরতা: এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানার ওসি মো. আব্দুল বারিকের বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে অভিযুক্ত শিক্ষক আরিফ মিয়াকে গ্রেফতার করা হয়। তাকে মামলার এজাহারসহ আদালতে প্রেরণ করা হয়েছে (মামলা নং-৪/৯(১))।

বর্তমান অবস্থা: পুলিশ ঘটনার তদন্ত ত্বরান্বিত করছে এবং ভুক্তভোগী ছাত্রীকে নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও