“ঘুষ ছাড়া ন্যায়বিচার নাই? চুনারুঘাটে এসআই ফয়সালের অডিও ফাঁসে চাঞ্চল্য”

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাট থানায় ন্যায়বিচারের নামে চলছে টাকার বাণিজ্য! উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আমিনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিল ও আসামিপক্ষকে মদদ দেওয়ার অভিযোগে ফাঁস হওয়া অডিও ক্লিপে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর সঙ্গে কথোপকথনে এসআই ফয়সালের “নিয়ম হলো রিপোর্ট দিয়ে টাকা নেওয়া… আমি টাকা ছাড়া কথা বলি না”—এমন মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে প্রশ্ন তুলেছে পুলিশের স্বচ্ছতা নিয়ে।

ছবি মুক্তিবাণী

মূল ঘটনা: • অডিও প্রমাণ: ফাঁস হওয়া অডিওতে এসআই ফয়সাল ভুক্তভোগী সাহাব উদ্দিনকে বলেন, “আপনার টাকাটা নিয়েই এখন বিপদে পড়ছি… একজন মাত্র ৭ হাজার টাকা দিয়ে গেছে”। জবাবে সাহাব উদ্দিন জানান, “ধান বিক্রি করে, ঋণ করে টাকা দিয়েছি” ।

• মামলার পেছনের গল্প:  ৯ মাস আগে সাহাব উদ্দিনের স্ত্রী প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেন। তদন্তকারী এসআই ফয়সাল প্রথমে ১৫ হাজার টাকা ঘুষ নিয়ে দ্রুত রিপোর্ট দেওয়ার লোভ দেখান, পরে আরও ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না পেয়ে তিনি আসামিপক্ষের পক্ষে মিথ্যা প্রতিবেদন দাখিল করেন ।

• সশস্ত্র হামলা: এসআইয়ের ইন্ধনে ২৯ মে সাহাব উদ্দিনের ওপর হামলা চালিয়ে তার হাত-পা ভেঙে দেওয়া হয়। তিনি ১৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, যার মধ্যে ৩ দিন আইসিইউতে ।

ভুক্তভোগীর অভিযোগ: সাহাব উদ্দিনের ছোট ভাই আলাউদ্দিন ৮ জুলাই সিলেট রেঞ্জের ডিআইজি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে এসআইয়ের “গ্রেফতার বাণিজ্য”, জুয়ার টাকা আত্মসাৎ ও পক্ষপাতমূলক তদন্তের কথাও উল্লেখ রয়েছে ।

এসআই ফয়সালের ইতিহাস: ২০২০ সালে বিশেষ কোটায় পুলিশে যোগদানকারী ফয়সাল আমিনের বিরুদ্ধে এর আগেও ছাত্র আন্দোলনের মামলায় “গ্রেফতার বাণিজ্য” -এর অভিযোগ ওঠে। আদালতের নির্দেশে তাকে তদন্তদল থেকে সরানো হয় ।

পুলিশের প্রতিক্রিয়া: চুনারুঘাট-মাধবপুর সার্কেলের এএসপি এ.কে.এম সালিমুল হক বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে”। অন্যদিকে, এসআই ফয়সাল ঘটনা স্বীকার করে “ভুল হয়েছে” বলে ক্ষমা চেয়েছেন ।

শেষ কথা: ঘুষের বিনিময়ে ন্যায়বিচার বিক্রির এই অভিযোগ কি পুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে? নাকি দ্রুত তদন্তে আসবে স্বচ্ছতা? ভুক্তভোগীর পরিবার চায় দৃষ্টান্তমূলক শাস্তি।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও