জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

আওয়ামী লীগের শান্তি সমাবেশে শুরু

মুক্তিবাণী অনলাইন ডেক্স :

আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে দলের নেতাকর্মী সমাবেশে অংশ নিয়েছেন। সমাবেশটি বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও দুপুর আড়াইটা থেকেই নেতাদের বক্তব্য সমাবেশ করা হয়। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ওই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। যৌথভাবে ওই সমাবেশের আয়োজন করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

সমাবেশে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এ্যাডভোকেট কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুপুর ৩টায় সমাবেশস্থল ও তার আশেপাশে বিপুল সংখ্যায় নেতাকর্মীদের দেখা যায়।

এর অাগে সমাবেশস্থলের সামনে দুপুর ১২টায় গিয়ে দেখা যায়, আওয়ামী লীগের শান্তি সমাবেশে আসতে শুরু করেছে নেতা-কর্মীরা। ঢাকার মোহাম্মদপুরে আওয়ামী লীগের একটি মিছিল সমাবেশস্থলে আসতে দেখা যায়। এ ছাড়া যাত্রাবাড়ী, মিরপুর, পুরাণ ঢাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হচ্ছে। এ ছাড়া বঙ্গভবন মোড় এলাকায় আওয়ামী লীগের মিছিলে নিয়ে সমাবেশস্থলে নেতাকর্মীদের আসতে দেখা গেছে।

গত মঙ্গলবার সমাবেশ নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ইনকিলাবকে বলেন, আমরা সমাবেশে এক লাখ লোক সমাগমের টার্গেট করছি। এ জন্য আমরা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছাড়াও যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ দলের সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মীরাও আসবে।

তিনি জানান, দলের ওই সমাবেশটি বায়তুল মোকারারামের জাতীয় মসজিদের দক্ষিণ গেটে হলেও সমাবেশকে ঘিরে চারপাশে মাইক লাগানো থাকবে। ফলে এসে পাশের এলাকা থেকেই সমাবেশ শোনা যাবে।

সর্বশেষ আপডেট: ১২ জুলাই ২০২৩, ১৫:০৮
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও