জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

সাবেক এমপি এম নাসের রহমান বলেন দেশে আগামী ডিসেম্বর-জানুয়ারীতে কোন নির্বাচন হবে না

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
মৌলভীবাজার প্রতিনিধি।।

খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবী এবং বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার একদফা দাবিতে মৌলভীবাজার জেলা বিএনপির পদযাত্রায় বাঁধা দিয়েছে পুলিশ। 

শনিবার বিকেল সোয়া ৫টার দিকে  শহরের পশ্চিমবাজারস্থ আল আরাফা ব্যাংক প্রাঙ্গন থেকে বিএনপির পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন দেশে আগামী ডিসেম্বর-জানুয়ারীতে কোন নির্বাচন হবে না, এ বিষয়টি শেখ হাসিনাও জানেন । জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত পদযাত্রাপূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র এম নাসের রহমান আরও বলেন, শেখ হাসিনা চাইলেও দেশে কোন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। কারণ বিগত পনের বছর ধরে শেখ হাসিনা তাঁর পারিবারিক আর লুটেরা যে সমাজ সৃষ্টি করেছে। তাঁর এই লুটেরা সিস্টেমের মধ্যে প্রশাসন, পুলিশ, কোর্ট কাচারি সব একাট্টা হয়ে গেছে। তার এ অনিবার্য পতনের সাথে ওদেরও পতন ঘটবে। তাই এ লুটেরারা সুষ্ঠু নির্বাচন করতে দেবে না।

জেলা বিএনপির সহ সভাপতি সাবেক চেয়ারম্যান ফয়সল আহমদ ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলার সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সহ সভাপতি নাসির উদ্দিন মিঠু, সহ সভাপতি মো: হেলু মিয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশীদ প্রমূখ।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের আহবায়ক শামীম আহমেদ কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্বল, সাধারণ সম্পাদক এম এ মোহিত, সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমেদ মাহফুজ,জেলা স্বেচ্ছা সেবকদলের আহবায়ক জিএমএ মুক্তাদির রাজু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমেদ চৌধুরী মামনুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান,সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন,জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুফিয়া সুলেমান কলি,সহ সাংগঠনিক সম্পাদক শ্যামলী সূত্রধর, আমেনা বেগম ডলিসহ জেলা বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,কৃষকদল,শ্রমিকদল,মহিলাদল এবং বিভিন্ন উপজেলা, পৌর বিএনপির নেতৃবৃন্দ।

এদিকে সমাবেশের পর মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বে বিশাল পদযাত্রা শুরু হয়। কয়েক হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশ গ্রহণে শুরু হওয়া পদযাত্রাটি শহরের এম সাইফুর রহমান সড়কের হামিদিয়া পয়েন্টে গেলে পুর্ব থেকে অবস্থান নেওয়া বিপুল সংখ্যক পুলিশ পদযাত্রটি সেখানে আটকে দেয়। এসময় দলীয় সভাপতি এম নাসের রহমানসহ সিনিয়র নেতৃবৃন্দের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়। দলীয় নেতাকর্মীরা তখন ‘ভোট চোর-ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর,পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’ বলে নানা স্লোগান দিতে থাকেন।

এসময় পুরো এম সাইফুর রহমান সড়ক জুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান নেতাকর্মী ও সমর্থকদের শান্ত হওয়ার আহবান জানিয়ে বলেন, মৌলভীবাজারে এ পর্যন্ত যত গণমিছিল হয়েছে সব সময় শান্তিপূর্ণ হয়েছে। কিন্তু আজ বিশাল জন¯্রােত দেখে ক্ষমতাসীনরা ভয়ে শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ দিয়ে বাধা দিয়েছে। ভবিষ্যতে এধরণের অন্যায় বাধা আর মানা হবে না। তিনি সরকারের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে আরও বলেন ‘যদি খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ না দেয়া হয়- তাহলে গণরোষে অবৈধ শেখ হাসিনার সরকারের পতন ঘটানো হবে।

পদযাত্রা সফল করতে বেলা ২টার পর থেকে বিএনপির বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতা কর্মীরা জড়ো হন।

সর্বশেষ আপডেট: ২০ আগস্ট ২০২৩, ০১:০৯
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও