জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

ভারতে আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় রাখা হচ্ছে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
মুক্তিবাণী অনলাইন ডেক্স :

এলাহাবাদের নাম পরিবর্তনের পর ভারতের আরেকটি উল্লেখযোগ্য শহরের নাম পরিবর্তন করা হচ্ছে। উত্তর প্রদেশের শহর আলিগড়ের নাম পরিবর্তন করে ‘হরিগড়’ রাখা হচ্ছে। শহরটির সিটি কর্পোরেশনের নাম পরিবর্তন করে হরিগড় রাখার প্রস্তাব অনুমোদন করেছে। এনডিটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন শহরটির মেয়র প্রশান্ত সিংগাল। 

এনডিটিভির খবরে বলা হয়েছে, নাম পরিবর্তনের প্রস্তাবটি গত সোমবার কাউন্সিলরদের উপস্থিতিতে একটি বোর্ড মিটিংয়ে সেটি পাস করা হয়। মেয়র প্রশান্ত সিংগাল সভায় প্রস্তাবটি উপস্থাপন করেছেন, সব কাউন্সিলরদের সর্বসম্মত সমর্থন পেয়েছেন।

প্রশান্ত সিংগাল জানান, বিষয়টি এখন রাজ্য সরকারের কাছে অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। তারা অনুমোদন দিলে চূড়ান্তভাবে শহরটির নাম পরিবর্তন হবে।

এর আগে, ২০১৮ সালে উত্তর প্রদেশের রাজ্য সরকার ফৈজাবাদের নাম পরিবর্তন করে ‘অযোধ্যা’ রাখে। এছাড়াও চান্দৌলি জেলার মুঘলসরাই রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ‘দীনদয়াল উপাধ্যায় জংশন’ রাখা হয়। আর ২০১৯ সালে এলাহাবাদের নাম পরিবর্তন করে ‘প্রয়াগরাজ’ রাখা হয়।

এনডিটিভি জানায়, ২০২১ সালে জেলা পঞ্চায়েত কমিটি আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করার একটি প্রস্তাব রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে পাঠায়। এর আগে ২০১৯ সালে যোগী আদিত্যনাথ তার রাজ্যের বিভিন্ন জায়গার নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।

যোগী আদিত্যনাথ বলেছিলেন, আমাদের যা ভালো মনে হয়েছিল তাই করেছি। আমরা মুঘল সরাইকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর, এলাহাবাদকে প্রয়াগরাজ এবং ফৈজাবাদ জেলার নাম অযোধ্যায় পরিবর্তন করেছি। যেখানে প্রয়োজন সেখানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ফৈজাবাদ জেলা এবং এলাহাবাদের নাম পরিবর্তনের পর, ক্ষমতাসীন বিজেপির সদস্যরা অন্যান্য শহরগুলোর নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছে। আগ্রার একজন আইনপ্রণেতা প্রস্তাব করেছিলেন যে আগ্রার নাম পরিবর্তন করে আগ্রাবন বা আগরওয়াল রাখা হবে, অন্য একজন প্রস্তাব করেছিলেন যে মুজাফফরনগরের নাম পরিবর্তন করে লক্ষ্মীনগর রাখা হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের মার্চ মাসে ক্ষমতায় আসার পর থেকে, যোগী আদিত্যনাথ সরকার অনেক প্রকল্পের নাম পরিবর্তন করেছে।

সর্বশেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৩, ১৮:৪৯
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও