জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীর স্বজনদের সরে দাঁড়ানোর নির্দেশ দেয়া হয়েছে -ওবায়দুল কাদের

ফাইল ছবি
ফাইল ছবি
মুক্তিবাণী অনলাইন ডেক্স :

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সরকারের মন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্যদের স্বজনদের অংশ না নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এরইমধ্যে যারা উপজেলা চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র কিনেছেন তাদেরকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি। এই নির্দেশনা না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গতকা লশনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীর নিকটাত্মীয়দের নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে। যারা ভবিষ্যতে করতে চায় তাদেরকেও নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। যারা আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেয়া হয়েছে। সে অনুযায়ী তালিকা তৈরি করা হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের উপজেলা পর্যায়ে নির্বাচন হচ্ছে। সামনে প্রথম ধাপের নির্বাচন হবে। এই নির্বাচন চলাকালে উপজেলা বা জেলা পর্যায়ে কোনো সম্মেলন, মেয়াদোত্তীর্ণ সম্মেলন, কমিটি গঠন এই প্রক্রিয়া বন্ধ থাকবে।

জনগণের দল হিসেবে বিএনপি তার গ্রহণযোগ্যতা হারিয়েছে মন্তব্য করে তিনি আরো বলেন, বিএনপি জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে গিয়ে দেশের বিরুদ্ধে নালিশ করছে। তারা নিজের কর্মকাণ্ডের জন্য তাদের রাজনৈতিক অবস্থান হারিয়ে সরকারের বিরুদ্ধে নালিশের রাজনীতি করে যাচ্ছে।

জামায়াতের প্রকাশ্যে রাজনীতির সুযোগ নেই বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের ধারাবাহিক ক্ষমতার কারণে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। একইভাবে সরকারের সাংবিধানিক ধারাবাহিকতার কারণেই অবৈধভাবে ক্ষমতা দখল কারো পক্ষে সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমূখ।

দেশে সড়ক দুর্ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখন মোটরসাইকেল দুর্ঘটনা বেশি হচ্ছে। এটা এখন বড় উপদ্রব। সড়কে সমন্বয়ের সমস্যা আছে জানিয়ে তিনি বলেন, এখানে বিভিন্ন রকমের স্টেকহোল্ডার আছে। তাদের সবার সমন্বয়টা জরুরি। আমরা এই নিয়ে সভা করেছি এবং সামনে উপদেষ্টা কাউন্সিলের বৈঠক আমরা করব।

সউদী আরব ও আমেরিকায় বাংলাদেশের চেয়েও বড় বড় দুর্ঘটনা ঘটে এমন তথ্য জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টা আমাদের প্রতিবেশী দেশসহ পথিবীর অনেক দেশে। আজকে সউদী আরব আমেরিকায় আমাদের চেয়েও বড় বড় দুর্ঘটনা ঘটে। সেটা নিয়ে সেখানে কোনো উচ্চবাচ্য হয় না। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও অসংখ্য হতাহতের ঘটনা। এটা আমাদের আকাঙ্খিত নয়। আমাদের এখানে কিছু সমস্যা আছে, সমন্বয়ের অভাব আছে। সেটা আমরা মনিটর করছি। তিনি বলেন, আজকে রাস্তা ভালো হয়েছে। সেখানে (রাস্তার গতিসীমা) একটা স্পিড আছে। স্পিডটা সবাই যদি মেনে চলত তাহলে হয়তো এমনটি হতো না। আর ইদানিংকালে মোটরসাইকেল এক্সিডেন্টটা (দুর্ঘটনা) বেশি হচ্ছে। এটা এখন সড়কে বড় উপদ্রব। অলরেডি একটা রোড সেফটি প্রজেক্ট চলমান আছে। এই প্রজেক্টের কাজ শেষ হলে আমরা দুর্ঘটনা অনেক কমাতে পারব।

সর্বশেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ০২:০০
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও