মৌলভীবাজারের একটি গ্রামের ৯৫% মানুষ চামড়া ব্যবসার ওপর নির্ভরশীল, কিন্তু প্রভাবশালী চামড়া ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে আজ স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে দিশেহারা। সরকার গরুর চামড়ার দাম ১১০০ টাকা নির্ধারণ করলেও বাস্তবে তা প্রায় অকার্যকর। অন্য জেলার ব্যবসায়ীরা এখানে চামড়া কিনতে না পারায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, আর ক্ষুদ্র ব্যবসায়ীরা পাচ্ছেন মাত্র ২০০-২৫০ টাকা।
কুরবানির পশুর চামড়া মাদ্রাসা শিক্ষার্থীদের দান করলেও সেই চামড়া বিক্রি করে গাড়ি ভাড়াটুকুও উঠছে না তাদের। অনেকেই এখন পুঁজি হারিয়ে বেকারত্বের মুখে। স্থানীয় ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, “সিন্ডিকেটের কাছে আমরা অসহায়। সরকারি দাম শুধু কাগজে-কলমে, বাস্তবে আমরা ঠকছি!”
অন্যদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো মনিটরিং সেল বা কার্যকর হস্তক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। তারা দাবি করছেন, দ্রুত এই অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং চামড়ার ন্যায্য দাম নিশ্চিত করা হোক।
গ্রামবাসী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, “চামড়া বাজার থেকে সিন্ডিকেট উচ্ছেদ করুন, নইলে আমাদের অস্তিত্ব থাকবে না!”
সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও সিন্ডিকেট বিরোধী ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। নইলে মৌলভীবাজারের চামড়া ব্যবসায় ধস নামবে, যা স্থানীয় অর্থনীতির জন্য হবে ভয়াবহ বিপর্যয়।
পাঠকের মন্তব্য