জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, কারও নির্দেশে নয় : ওবায়দুল কাদের

মুক্তিবাণী অনলাইন ডেক্স :

বিদেশি কারও প্রেসক্রিপশনে নয়, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কারও প্রেসক্রিপশনে নির্বাচন হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। কথা শুনবো, কথা বিনিময় হবে। কিন্তু নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশিরা যার যার চিন্তা-ভাবনা জানাচ্ছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে অনেকে কথা বলছে। আমরা কথা শুনছি, কথা আমরা শুনব এবং পরামর্শও নেব। কিন্তু, আমরা কারও নির্দেশ বা নিয়ন্ত্রণে থাকব সেটি ভাবার কারণ নেই।’

বিএনপি মহাসচিবের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুলের কণ্ঠ বিরোধী কণ্ঠ। বাংলাদেশের বিরোধী দলের ব্যর্থতার সীমা নেই। তারা নির্বাচনে যেমন ব্যর্থ, আন্দোলন তো ১০ ডিসেম্বর দখল করে ফেলোছিল যে, ১১ তারিখ থেকে খালেদার হাতে দেশ থাকবে- এমন অনেক লাগাম ছাড়া কথা তারা অনেকবার বলেছেন। এটিই হলো বাস্তবতা।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এমন একটি সরকার বর্তমানে রয়েছে যারা কিছু লুকাচ্ছে না। বাংলাদেশে কি খাদ্যের অভাবে কেউ মারা গেছে? ফখরুল সাহেব অনেক কথা বলতে পারেন। জিয়াউর রহমান যখন দেশের প্রেসিডেন্ট তখন রংপুরে অভাবের তাড়নায় ২০০ নারী পতিতাবৃত্তিতে নাম লিখিয়েছেন। এ ধরনের দৃশ্যপট এখনো দেখতে হয়নি। আমরা সচেতন আছি।’

বিএনপির এক দফা আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘শুনেছি তারা ৩৬ দলের রূপরেখা একদফা আন্দোলন করবে। সেটি এখনও শুরু হয়নি। শুরু হতে হতে কয়টি দল এখান থেকে কেটে পড়ে সেটিই দেখার বিষয়। কয়টি দল শেষ পর্যন্ত থাকে সেটি দেখার বিষয়। ৩৬ পার্টির মধ্যে ক্ষমতার ভাগাভাগিতে কে কী পাবে তা নিয়ে দর কষাকষি চলছে বলে আমরা খবর পেয়েছি।’

সর্বশেষ আপডেট: ২ জুলাই ২০২৩, ১৪:০১
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও