জামিনের প্রলোভনে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ফারুক আহমদ গ্রেফতার

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
বিশেষ প্রতিনিধিঃ

মৌলভীবাজার, ১০ জুলাই ২০২৫: জামিনে মুক্তি দেওয়ার নামে প্রলোভন দেখিয়ে আড়াই লাখ টাকা (২,৫০,০০০ টাকা) হাতিয়ে নেওয়ার অভিযোগে ফারুক আহমদ (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গত সোমবার দিবাগত রাত ৩টায় বড়লেখা উপজেলার মুড়াউল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঘটনার বিবরণ: ভুক্তভোগী কুলাউড়া পৌরসভার নজরুল ইসলামের অভিযোগ, তাঁর ভাই রুহুল আমিন একাধিক মামলায় কারাবন্দি ছিলেন। এ সময় বড়লেখার পানিধারা এলাকার ফারুক আহমদ নিজেকে “প্রভাবশালী ব্যক্তি” হিসেবে পরিচয় দিয়ে জানান, প্রশাসনের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং টাকার বিনিময়ে রুহুলকে জামিনে মুক্ত করতে পারবেন।

চুক্তি ও প্রতারণার কৌশল:

• চলতি বছরের ১৭ মার্চ কুলাউড়ার নূরজাহান রেস্টুরেন্টে সাক্ষীদের উপস্থিতিতে ফারুকের সঙ্গে একটি লিখিত চুক্তি হয়।

• চুক্তিতে উল্লেখ করা হয়: ৩ দিনের মধ্যে জামিন না হলে ২,৫০,০০০ টাকা ফেরত দেওয়া হবে।  

• এই শর্তে ভুক্তভোগী পূবালী ব্যাংকের একটি অ্যাকাউন্টে টাকা জমা দেন।

• তবে টাকা নেওয়ার পর ফারুক জামিনের কোনো ব্যবস্থা না করায় নজরুল ইসলাম তাকে যোগাযোগ করলে তিনি সময়ক্ষেপণ শুরু করেন এবং পরবর্তীতে টাকা ফেরত দিতে অস্বীকার করেন। এ সময় হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

অতিরিক্ত প্রতারণার অভিযোগ: ফারুক একইভাবে নজরুল ইসলামের এক পরিচিত ব্যক্তির কাছ থেকে বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে নগদ ৩০,০০০ টাকাসহ মোট ১,৮০,০০০ টাকা হাতিয়ে নেন। স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় ভুক্তভোগী বাধ্য হয়ে কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশের বক্তব্য: মৌলভীবাজার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা জানান, “টাকার বিনিময়ে জামিন করানো বা আদালতের প্রক্রিয়ায় হস্তক্ষেপের প্রতিশ্রুতি দেওয়া একটি সংগঠিত অপরাধ। এটি শুধু আইন ভঙ্গই নয়, জনগণের বিচার ব্যবস্থার প্রতি আস্থাকেও ক্ষুণ্ন করে। এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও সতর্ক করে দিয়ে বলেন, “কেউ যদি জামিন, মামলা বা পুলিশি সহায়তার নামে টাকা দাবি করে, অবিলম্বে স্থানীয় থানায় তথ্য দিন। মৌলভীবাজার পুলিশ জনগণের সুরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ।”

আইনি পদক্ষেপ: ফারুক আহমদের বিরুদ্ধে কুলাউড়া থানায় প্রতারণা ও হুমকির মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও