ভিয়েতনামে নৌকাডুবি: ৩৪ জনের মৃত্যু, নিখোঁজ বহু

ফাইল ছবি
ফাইল ছবি
মুক্তিবাণী আন্তর্জাতিক ডেক্সঃ

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হা লং বে’য়ে খারাপ আবহাওয়ার মধ্যে একটি টুরিস্ট বোট ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। বেশিরভাগ যাত্রীই ছিলেন রাজধানী হ্যানয় থেকে আসা ভিয়েতনামী পরিবার।  

ফাইল ছবি

ঝড় ও বৃষ্টিতে বাধাপ্রাপ্ত হচ্ছে উদ্ধার কাজ : উদ্ধারকারীদের বরাত দিয়ে জানানো হয়েছে, ভারী বৃষ্টির কারণে বেঁচে যাওয়া ব্যক্তিদের খোঁজা কঠিন হয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভিয়েতনামের বর্ডার গার্ড ও নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ওয়ান্ডার সিজ’ নামের এই বোটে মোট ৫৩ জন যাত্রী ছিলেন। হঠাৎ ঝড়ের মুখে পড়ে বোটটি উল্টে যায়।

চাঞ্চল্যকর ঘটনার বিবরণ: এক চোখে দেখা সাক্ষী এএফপিকে জানান, স্থানীয় সময় শনিবার দুপুর ২টার দিকে আকাশ অন্ধকার হয়ে যায়। তিনি বলেন, “পায়ের আঙুলের মতো বড় শিলাবৃষ্টি, মুষলধারে বৃষ্টি, বজ্রপাত ও বিদ্যুৎ চমকাচ্ছিল।” স্থানীয় সংবাদমাধ্যমে জানা গেছে, উল্টে যাওয়া বোটের একটি এয়ার পকেটে আটকে থাকা অবস্থায় ১০ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটি তার বাবা-মায়ের সাথে ভ্রমণ করছিল। সে ভিয়েতনাম নেটকে বলেছে, “আমি গভীর শ্বাস নিয়ে ডুব দিয়েছি, তারপর সাঁতার কেটে উপরে উঠেছি। আমি চিৎকার করে সাহায্য চেয়েছি, তারপর একটি নৌকা আমাকে তুলে নেয়।”

নিহতদের মধ্যে শিশুও রয়েছে : ভিএন এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত উদ্ধার করা লাশের মধ্যে অন্তত আটটি শিশুর। নিখোঁজদের খোঁজে রাতভর উদ্ধার অভিযান চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রীর শোক প্রকাশ : প্রধানমন্ত্রী ফাম মিনহ চিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে “নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”।

হা লং বে: বিশ্ব ঐতিহ্যের স্থান : কুয়াং নিন প্রদেশের হা লং বে শতাধিক ছোট ছোট দ্বীপে  অলঙ্করণ, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ। ২০১৯ সালে এখানে ৪ মিলিয়ন পর্যটক এসেছিলেন।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও