অভাব-অনটনে জর্জরিত পরিবার: স্ত্রী-কন্যাকে হত্যা করে আত্মহত্যা করলেন স্বামী

আশুলিয়া প্রতিনিধিঃ

ঢাকা জেলার আশুলিয়া থানার নরসিংহপুর এলাকায় অভাব-অনটনের কারণে মর্মান্তিক এক ট্র্যাজেডি ঘটেছে। রুবেল (৪০) নামক এক ব্যক্তি তার স্ত্রী সুন্দরী (২৬) ও অষ্টম শ্রেণীতে পড়ুয়া শিশুকন্যা জামিলা (৮)কে হত্যার পর নিজে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় হামীম গ্রুপের পোশাক কারখানার ৩নং গেট সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ছবি মুক্তিবাণী

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সংসারের অভাব-অনটন ও আর্থিক সংকট নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। এই সংকটই ট্র্যাজেডির মূল কারণ বলে ধারণা করা হচ্ছে। আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত কিছু দিনের মধ্যে আশুলিয়া এলাকায় একই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, যা সমাজে দারিদ্র্য ও মানসিক সংকটের তীব্রতা তুলে ধরে।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও