সেফটি ট্যাংক বিস্ফোরণে ম্যানেজার নিহত, ৫ আহত

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
আশুলিয়া প্রতিনিধিঃ

আশুলিয়া, সাভার – গত শুক্রবার দিবাগত রাত সাভারের আশুলিয়ায় একটি টিনশেড বাড়িতে সেফটি ট্যাংক বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শনিবার সকালে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণ: রাত আনুমানিক ২টার দিকে ভাদাইল দক্ষিণপাড়া এলাকার মো. রহমতুল্লাহর টিনশেড বাড়িতে এ বিস্ফোরণ ঘটে। নিহত ব্যক্তি গোলাম রাব্বানী (৫০) ওই বাড়ির ব্যবস্থাপক ছিলেন। আহতদের মধ্যে সুইপার ইমান আলীর (৪৫) অবস্থা গুরুতর। অন্যান্য আহতরা হলেন ফারিয়া বেগম রত্না (৪৫), সোনিয়া আক্তার (৩৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও শিশু মো. রোহান (৭)।

প্রাথমিক তদন্ত: ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রমতে, রাতে বাড়ির পাশাপাশি থাকা দুটি সেফটি ট্যাংকের একটি পরিষ্কার করার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের প্রচণ্ডতায় ট্যাংকের ঢাকনা বাড়ির টিনের চাল ভেঙে উপরে ওঠে যায় এবং কক্ষের পাটাতন ও দেয়ালের অংশ ভেঙে পড়ে। প্রনব চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকে জমে থাকা গ্যাসই বিস্ফোরণের কারণ।

উদ্ধার ও ব্যবস্থা: বিস্ফোরণের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। আশুলিয়া থানার এসআই নজরুল ইসলাম নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের স্বজনদের হস্তান্তর করার কথা নিশ্চিত করেছেন।

পরবর্তী পদক্ষেপ ও সতর্কতা: ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করে একটি বিস্তারিত তদন্ত শুরু করেছেন। তারা জনসাধারণকে সেপটিক ট্যাংক বা সেফটি ট্যাংক পরিষ্কার করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বের সাথে পালন করার জন্য জরুরি নির্দেশনা দিয়েছেন, যাতে এ ধরনের মর্মান্তিক দূর্ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও