যুক্তরাষ্ট্রে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিমান বিধ্বস্ত, নিহত ৬

ফাইল ছবি
ফাইল ছবি
মুক্তিবাণী অনলাইন ডেক্সঃ

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি প্রাইভেট বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়ে ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন ধনাঢ্য শিল্পপতি ও তার পরিবার রয়েছে। দুর্ঘটনাটি স্থানীয় প্রশাসনের মতে সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা।

ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউন-ওয়ারেন আঞ্চলিক বিমানবন্দরের কাছে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ৩০ জুন স্থানীয় সময় সকাল ৭টার কিছু আগে ইয়াংসটাউন ওয়ারেন আঞ্চলিক বিমানবন্দর থেকে চেসনা-৪৪১ মডেলের এই বিমানটি উড্ডয়ন করে। তবে মাত্র ৭ মিনিট পর বিমানবন্দর থেকে প্রায় দুই মাইল দূরে গিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। জানা গেছে, বিমানটির গন্তব্য ছিল মন্টানার বোজেম্যান। ধনাঢ্য শিল্পপতি জেমস জিম ওয়েলার ও তার পরিবার ছুটি কাটাতে সেখানে যাচ্ছিলেন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে বিমানটি উড্ডয়নের পরপরই রাডার থেকে হারিয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের কাছেই বিধ্বস্ত হয়। ওয়েস্টার্ন রিজার্ভ পোর্ট অথরিটির নির্বাহী পরিচালক অ্যান্থনি ট্রিভেনা জানিয়েছেন, দুর্ঘটনায় বিমানে থাকা কেউ বেঁচে নেই। উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছেন।

নিহতদের মধ্যে রয়েছেন ওহাইওর পরিচিত ব্যবসায়ী জেমস ‘জিম’ ওয়েলার (৬৭), তার স্ত্রী ভেরোনিকা ওয়েলার (৬৮), তাদের ছেলে জন (৩৬), পুত্রবধূ মারিয়া (৩৪), পাইলট জোসেফ ম্যাক্সিন (৬৩), এবং কো-পাইলট টিমোথি ব্লেক (৫৫)। জিম ওয়েলার লিবার্টি স্টিল ইন্ডাস্ট্রিজ ইনকর্পোরেটেডের মালিক ছিলেন এবং ব্যবসায়ী মহলে একজন সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। তাদের পুরো পরিবার এ দুর্ঘটনায় প্রাণ হারায়।

নিউইয়র্ক পোস্টের বরাতে জানা যায়, উড্ডয়নের মাত্র ৭ মিনিটের মাথায় বিমানটি বিধ্বস্ত হয়। বর্তমানে FAA এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) দুর্ঘটনাস্থলে তদন্ত পরিচালনা করছে। তথ্যসূত্র : নিউইয়র্ক পোস্ট, দ্য গার্ডিয়ান

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও