২৪ এর গণঅভ্যুত্থানকে ‘জুলাই দাঙ্গা’ বলে কটাক্ষ করলো সজীব ওয়াজেদ জয় !

ফাইল ছবি
ফাইল ছবি
মুক্তিবাণী অনলাইন ডেক্সঃ

‘চোরের মায়ের বড় গলা’ এই প্রবাদের মতই অবস্থা সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের। ২৪ এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা ইতিহাসের সবচেয়ে জঘন্যতম কাজ করার পরও তার পুত্র জয় মায়ের মতই নির্লজ্জ বেহায়া রূপে আবার সেই গণঅভ্যুত্থানকে ‘জুলাই দাঙ্গা’ বলে কটাক্ষ করার মত দুঃসাহস দেখিয়েছেন।

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ফ্যাসিস্ট হাসিনা পুত্র লিখেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত হওয়া ‘জুলাই দাঙ্গা’ ছিল বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে কালো অধ্যায়। বিদেশি রাষ্ট্রের অর্থায়নে আর উগ্রবাদী অপশক্তির মদদে সংঘটিত সেই দাঙ্গার পেছনে অনেকেই যুক্ত হয়েছিলেন কেউ সচেতনভাবে, কেউবা না বুঝে বিভ্রান্ত হয়ে।’

সেই পোস্টে জয় আরও দাবি করেন, সাধারণ মানুষ না বুঝেই ঐ ফাঁদে পা দিয়েছিলো আর ১০ মাসের ব্যবধানেই নাকি মানুষ তা বুঝতে পেরেছে। নির্লজ্জ বেহায়ার মত হাসিনা পুত্র প্রশ্ন তোলেন দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। জয়ের এমন পোস্টে রীতিমতো হাস্যরসে ফেটে পড়ছেন নেটিজেনরা। তার পোস্টের কমেন্ট বক্সে রীতিমতো ঝড় তুলেছেন বাংলাদেশের আমজনতা।

আরিফ ইউসুফ নামের একজন জয়ের পোস্টের কমেন্টে লিখেছেন, ‘ জুলাইয়ের প্রতিটা দিন ছিল একেকটা আওয়ামী জালেমের পতনের দিনক্ষণ, পুরো জুলাই যেন ছিলো অভিশপ্ত, প্রতিটি সন্ধ্যা ছিল রক্তাক্ত আকাশ।’ কামরুল হাসান নামের আরেকজন জয়কে রীতিমতো খোঁচা মেরে লিখেছেন, ‘ ৫ তারিখে দাওয়াত রইল কেক কাটবো। পলায়ন এক বছর পূর্তি উপলক্ষে।’

সিরাজুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘মিনিমাম লজ্জা শরম যে হয়নি এই স্ট্যাটাস তার প্রমাণ।’ মেহেদী হাসান নামের আরেকজন কমেন্টস করেছেন, ‘ মানসিক চিকিৎসা করান। আপনি বদ্ধ উম্মাদ-উগ্র, পাগল।’ এভাবেই জয়ের কমেন্টস বক্সে গিয়ে তার এমন কাপুরুষোচিত নির্লজ্জ-বেহায়াপনার পোস্টে কমেন্টস করছেন বাংলাদেশের নেট নাগরিকরা।

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও