সাইবার আক্রমণের শিকার আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট

ফাইল ছবি
ফাইল ছবি
মুক্তিবাণী অনলাইন ডেক্সঃ

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওয়েবসাইটে সম্প্রতি একটি ‘পরিশীলিত’ এবং ‘টার্গেটেড’ সাইবার হামলা চালানো হয়েছে। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত এই বিশ্ববিচারালয়ের নিরাপত্তা অবকাঠামোকে ঘিরে প্রশ্ন তৈরি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পরপরই তারা তা শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিয়েছে।

আইসিসি জানায়, গত সপ্তাহে জুনের শেষ দিকে তারা একটি অত্যন্ত পরিকল্পিত সাইবার হামলার শিকার হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মঙ্গলবার (১ জুলাই) দেওয়া এক পোস্টে এই হামলার তথ্য জানানো হয়। তাদের মতে, আইসিসি’র ওপর এমন হামলা শুধু প্রযুক্তিগত নয়, বরং এটি প্রতিষ্ঠানটির কার্যক্রম ও বৈশ্বিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টার ওপর সরাসরি আঘাত।

আইসিসি’র জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, “গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালত একটি নতুন, পরিশীলিত ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক সাইবার হামলার শিকার হয়েছে। হামলাটি দ্রুত আইসিসির সাইবার নিরাপত্তা টিমের নজরে আসে এবং তারা তাৎক্ষণিক পদক্ষেপ নেয়।”

তারা আরও বলে, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং আদালত বিশ্বাস করে— এ ধরনের হামলা সম্পর্কে আদালতের সদস্য রাষ্ট্র ও জনগণকে অবগত রাখা জরুরি।” আদালত আশাবাদী, এই সাইবার হুমকি মোকাবেলায় সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন পাবে, যা আদালতের ন্যায়বিচার নিশ্চিত করার সক্ষমতা আরও দৃঢ় করবে।

ঘটনাটিকে গুরুত্ব দিয়ে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, “আইসিসি হলো একটি বৈশ্বিক ন্যায়বিচার প্রতিষ্ঠানে— এ ধরনের সাইবার হামলা অবহেলা করা উচিত নয়।”

আন্তর্জাতিক অপরাধ আদালত ১৯৯৮ সালের রোম সনদ অনুসারে প্রতিষ্ঠিত হয় এবং এটি ২০০২ সাল থেকে কার্যক্রম শুরু করে। আদালতের সদর দপ্তর হেগে অবস্থিত। বিশ্বের বেশিরভাগ দেশ এই সনদে স্বাক্ষর করলেও রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউক্রেন ও হাঙ্গেরি এখনো আইসিসির সদস্য নয়।

আইসিসি এমন একটি প্রতিষ্ঠান, যার এখতিয়ার রয়েছে সদস্য রাষ্ট্রগুলোর যে কোনো নাগরিকের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ বা আগ্রাসনের জন্য বিচার চালানোর। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে এবং সেই অনুযায়ী সদস্য রাষ্ট্রের দায়িত্ব হয় অভিযুক্তকে আদালতে হস্তান্তর করা। এর আগেও, ২০২৩ সালে আন্তর্জাতিক অপরাধ আদালতের তথ্যপ্রযুক্তি অবকাঠামোয় একটি সাইবার হামলার ঘটনা ঘটেছিল। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও