“মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ছোট ভাইকে নিয়ে মানিব্যাগ তোলার চেষ্টায় প্রাণঘাতী এই ফাঁদে পড়েন সুহেল মিয়া।
![]()
ঘটনার বিবরণ: ১. ট্র্যাজেডির সূত্রপাত : বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ডোমাবাড়ি এলাকায় বাড়ির শৌচাগারে যান সুহেল আহমদ (২৮)। তাঁর লুঙ্গিতে গুঁজে রাখা মানিব্যাগ কমোডের ফাঁক দিয়ে ২০ ফুট গভীর সেপটিক ট্যাংকে পড়ে যায় ।
২. ভাইকে ডেকে আনা : মানিব্যাগ উদ্ধারে সুহেল প্রথমে নিজেই অনেক চেষ্টা করে মানিব্যাগ তোলার জন্য কিন্তু না পেরে ছোট ভাই ইমন আহমদ (২৫)-এর কাছে সহযোগিতা চান। দু’জন মিলে ল্যাট্রিনের ঢাকনা খুলে খোঁজার সময় হঠাৎ সুহেল ট্যাংকের ভেতরে পড়ে যান।
৩. ভাইকে বাঁচাতে গিয়ে আটকা : সুহেলকে বাঁচাতে ইমনও ট্যাংকে নামলে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দু’জনেই অচেতন হয়ে পড়েন ।
উদ্ধার ও চিকিৎসা : • স্থানীয়রা জুড়ী ফায়ার সার্ভিসকে খবর দেয়। রাত ৯টার দিকে দলটি মই ব্যাবহার করে দু’ভাইকে উদ্ধার করে ।
• জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সুহেলকে মৃত ঘোষণা করেন।
• ইমনকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত, তবে এখনও নিবিড় পর্যবেক্ষণে ।
কী বলছেন কর্তৃপক্ষ?
- ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামীম আহমদ : - “ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের উপস্থিতি ছিল। প্রাথমিকভাবে এতেই আক্রান্ত হওয়ার কথা ধারণা করা হচ্ছে।”
• চিকিৎসক ডা. অসিত রঞ্জন দেবনাথ: • “সোহেলের মৃত্যু হয় টক্সিক গ্যাসে শ্বাসরোধ হওয়ায়। ইমনকে অক্সিজেন সাপোর্ট দিয়ে স্থানান্তর করা হয়েছে।”
সতর্কতা ও প্রতিকার : - সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাস (মিথেন, হাইড্রোজেন সালফাইড) জমে অক্সিজেনশূন্যতা তৈরি হতে পারে।
- বিশেষজ্ঞরা পরামর্শ : • কোনো কিছু পড়ে গেলে স্বয়ং নামার চেষ্টা না করে পেশাদার সাহায্য নিন।
• ট্যাংকের ঢাকনা সরাসরি না খোলা।
• শৌচাগারে ব্যাক্তিগত জিনিসপত্র রাখা এড়িয়ে চলা।
• বিষাক্ত গ্যাস এড়াতে ট্যাংক নিয়মিত পরিষ্কার করুন ও নিরাপত্তা বিধি মেনে চলুন।”
“একটি মানিব্যাগ তোলার অদম্য চেষ্টায় প্রাণ হারালেন এক যুবক, ঝুঁকিতে পড়লেন আরেক জীবন। সেপটিক ট্যাংকের মতো সাধারণ স্থান ও কীভাবে মৃত্যুফাঁদে পরিণত হয়, তার করুন দৃষ্টান্ত এই ঘটনা। স্থানীয় প্রশাসন সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে।














পাঠকের মন্তব্য