জুড়ী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
আব্দুল্লাহ আল ফাহাদ জুড়ী

মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে গোপন ব্যালটে নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে হাজি মাছুম রেজা এবং সাধারণ সম্পাদক পদে মতিউর রহমান চুনু নির্বাচিত হয়েছেন।

ছবি মুক্তিবাণীরবিবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হাজী আব্দুল কাইয়ুম, যুগ্ম সম্পাদক পদে মামুনুর রশিদ এবং সাংগঠনিক সম্পাদক পদে রুমেল আহমদ।

গোপন ব্যালটে কাউন্সিলরদের অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা বিএনপির নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নেন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর হাজি মাছুম রেজা বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করবো। জুড়ী উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে গড়ে তুলতে সবার সহযোগিতা চাই। দল ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে আমরা সর্বদা জনগণের পাশে থাকবো।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও