পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মৌলভীবাজারে হীড বাংলাদেশ-এর কার্যক্রম পরিদর্শন করলেন
![]()
মৌলভীবাজার, ১০ অক্টোবর, ২০২৫: পরিকল্পনা কমিশন, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমল হোসেন আজাদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত হীড বাংলাদেশ-এর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও মূল্যায়ন করেন।
![]()
প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা কমিশনের সদস্য এম এ আকমল হোসেন আজাদ কমলগঞ্জের হীড বাংলাদেশ-এর কার্যক্রম এলাকা পরিদর্শন করেন এবং সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, বিশেষ করে দারিদ্র্য দূরীকরণ, টেকসই কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও নারী ক্ষমতায়নে অবদান সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
![]()
পরিদর্শন শেষে হীড বাংলাদেশ-এর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সুত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের উপপ্রধান (উপসচিব) মোঃ নাজমুল হাসান এবং মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ শাহীনা আক্তার।
![]()
এ সময় হীড বাংলাদেশ পক্ষে উপস্থিত ছিলেন অদ্বৈত কুমার বিশ্বাস উপ-পরিচালক (এমএফপি) , মৌলভীবাজার অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জনাব সুব্রত কাম্পু ও সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জনাব তপন সাহা , কমলগঞ্জ প্রজেক্ট ম্যানেজার ও লিয়াজু ম্যানেজার জনাব নূরে আলম সিদ্দিক
![]()
আলোচনা সভায় হীড বাংলাদেশ-এর বাস্তবায়নকৃত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে হীড বাংলাদেশ-এর উন্নয়ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সংস্থাটির অবদানের স্বীকৃতি দেন। তিনি সরকারের রূপকল্প-২০৪১ বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সাথে সরকারের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
![]()
উল্লেখ্য, হীড বাংলাদেশ দীর্ঘদিন ধরে মৌলভীবাজার অঞ্চলে মানবিক ও উন্নয়নমূলক কাজ করে আসছে, যার মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা, জীবিকায়ন, শিশু ও নারী উন্নয়নসহ নানা বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
![]()















পাঠকের মন্তব্য