বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রভাগে যুবদল’— এই শপথ নিয়ে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা যুবদল।
জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক এম এ মুহিত-এর নেতৃত্বে আয়োজিত র্যালিটি মৌলভীবাজার সরকারি স্কুল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে এস.আর. প্লাজায় গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা, উপজেলা ও পৌর যুবদলের শত শত নেতা-কর্মী অংশ নেন।
নেতাকর্মীদের জয়ধ্বনি ও উচ্ছ্বাসে পুরো শহরজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড আর জোরালো স্লোগানে মুখরিত হয়ে ওঠে র্যালির প্রতিটি মূহুর্ত।
র্যালি শেষে এস.আর. প্লাজার সামনে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত বলেন, “যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর আদর্শের বাহক। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী শক্তির পুনর্জাগরণের এই সময়ে যুবদলকে আরও ঐক্যবদ্ধ, সক্রিয় ও সংগঠিত হতে হবে।”
তিনি আরও বলেন, “যুবদলই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রভাগে রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমরা ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অবিচল থাকবো।”
এ সময় জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও উপজেলা ও পৌর যুবদলের সভাপতি, সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিণত হয় গণতন্ত্রপ্রেমী তরুণদের ঐক্যের অঙ্গীকার ও জাতীয়তাবাদী চেতনার জাগরণে এক উৎসবে।














পাঠকের মন্তব্য