জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

আবারো বড়লেখায় বনে আগুন

মুক্তিবাণী অনলাইন ডেক্স :

মৌলভীবাজারের বড়লেখায় আবারো বনে আগুন লেগেছে। এবার উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির (ইউনিয়ন পরিষদ) সীমন্তবর্তী বোবারথল এলাকার বনাঞ্চলে এ আগুনের ঘটনা ঘটেছে। তবে সীমান্তের ওপারের বন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। 

স্থানীয়রা জানিয়েছেন, গত বৃহস্পতিবার বোবারথল এলাকায় বনে আগুন লেগে প্রায় দেড় একর বনভূমির গাছপালা ও লতাগুল্ম পুড়েছে। শুক্রবার টিলা থেকে ধোঁয়াও দেখা যায়।

এর আগে গত ৭ মার্চ দুপুরে বড়লেখার সমনভাগ বিটের সংরক্ষিত বনাঞ্চলের মাখালজুড়া ও ধলছড়া এলাকার বনাঞ্চলে আগুন লেগে ১ দশমিক ৮৫ হেক্টর বনভূমি পুড়ে যায়। এ ঘটনায় বন বিভাগের সমনভাগ বিটের কর্মকর্তা নুরুল ইসলামকে প্রত্যাহার করা হয়।

এদিকে বোবারথল বনে আগুন লাগার খবর পেয়ে শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন ও বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।

বনবিভাগের দাবি, বোবারথল সীমান্তের নো ম্যানস ল্যান্ড থেকে ছড়িয়ে পড়া আগুনে প্রায় আধা একর বনভূমির লতাগুল্ম পুড়ে গেছে। স্থানীয় লোকজন এই আগুন নিভিয়ে ফেলেছেন। যার কারণে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অবশ্য স্থানীয় সূত্র জানিয়েছে, সীমান্তের ১৩৭৯ ও ১৩৮০ নম্বর পিলারের অভ্যন্তরের বোবারথল এলাকার কয়েকটি টিলার বেশ কিছু বনভূমির গাছপালা ও লতাগুল্ম আগুনে পুড়েছে। প্রথমে সীমান্তের ওপারে বনে আগুন লাগে। সেখানকার বনবিভাগ আগুন নিয়ন্ত্রণে নিলেও সেই আগুন সীমানা পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ছড়িয়ে পড়ে। এতে পরিবেশ ও জীব বৈচিত্র্যৈর মারাত্মক ক্ষতি হয়েছে।

এদিকে বনে বার বার আগুন লাগার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় পরিবেশকর্মীরা বলেছেন, এভাবে একের পর এক বন আগুনে পুড়তে থাকলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে। জীববৈচিত্র্য নষ্ট হবে। বন্যপ্রাণী আবাস্থল হারাবে। প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হবে।

তাদের অভিযোগ, বনে আগুন লাগার নেপথ্যে বিভিন্ন সময় বনবিভাগের লোকজন ও প্রভাবশালীদের সম্পৃক্ততা মিলেছে। কিন্তু সংশ্লিষ্টরা অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নেয়নি। যার কারণে এসব ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।

শনিবার বিকালে বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বলেন, বোবারথল সীমান্তের নো ম্যানস ল্যান্ড থেকে আগুন লেগে আধা একর এলাকা পুড়ে গেছে। এতে সামান্য কিছু লতাপাতা পুড়েছে। স্থানীয় লোকজন দ্রুত আগুন নেভানোর কারণে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 

সর্বশেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৩, ২৩:৫৩
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও