যুক্তরাজ্যে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানালেন সাংবাদিক বিকুল চক্রবর্তী

বদরুল মনসুর, কার্ডিফ, ওয়েলস, ইউকে, 

যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফে অবস্থিত ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট (শহীদ মিনার) পরিদর্শন করেছেন বাংলাদেশের একুশে টিভির সিনিয়র সাংবাদিক বিকুল চক্রবর্তী।

ছবি মুক্তিবাণী

গত ৪ অক্টোবর দুপুরে তার এই পরিদর্শনে তাঁকে স্বাগত জানান কার্ডিফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট ফাউন্ডেশন ট্রাস্ট কমিটির সেক্রেটারি ও বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর। এ সময় আরও উপস্থিত ছিলেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলের সাবেক ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর এম দিলওয়ার আলী, ফাউন্ডেশন ট্রাস্টির ট্রাস্টি শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, আসাদ মিয়া, লাইফ মেম্বার ভিপি সেলিম আহমদসহ কমিউনিটি ও মিডিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ছবি মুক্তিবণী

পরিদর্শন শেষে সাংবাদিক বিকুল চক্রবর্তীর সম্মানে কার্ডিফের একটি টার্কিশ রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। কার্ডিফ বাংলা স্কুলের সাধারণ সম্পাদক ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং কবি-সাহিত্যিক সৈয়দ কাহেরের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের বোর্ড অব ডিরেক্টর শাহ শাফী কাদির, ব্যবসায়ী মুজিবুর রহমান মুজিব, লেখক ও সংগঠক জিসান আহমেদ প্রমুখ।

ছবি মুক্তিবাণী

কার্ডিফে ২৬ ঘন্টা অবস্থানকালে আয়োজনের আন্তরিকতার জন্য তিনি মোহাম্মদ মকিস মনসুর ও উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও