মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল পদোন্নতি প্রাপ্ত মো: আনিসুর রহমানের বিদায় ও নবাগত সহকারী পুলিশ সুপার মো: ওয়াহিদুজ্জামান রাজুকে বরণ করে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
![]()
শুক্রবার (১০ অক্টোবর) রাত ৮টায় শ্রীমঙ্গল থানার হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই মজিবুর রহমান .
![]()
বিদায়ী সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আনিসুর রহমান বরিশাল রেঞ্জে (কুয়াকাটা) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় তিনি বদলি হন। গত ৯ অক্টোবর, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন আনিসুর রহমানের স্থলাভিষিক্ত হিসেবে নবাগত অফিসার মো: ওয়াহিদুজ্জামান রাজুকে ফুল দিয়ে স্বাগত জানান . আনিসুর রহমান বিসিএস পুলিশ ক্যাডারের ৩৫তম ব্যাচের একজন কর্মকর্তা .
নবাগত সহকারী পুলিশ সুপার মো: ওয়াহিদুজ্জামান রাজু বিসিএস পুলিশ ক্যাডারের ৩৮তম ব্যাচের কর্মকর্তা। এর পূর্বে তিনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন .
অনুষ্ঠানেবিশেষভাবে উপস্থিত ছিলেন বিদায়ী সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আনিসুর রহমান, নবাগত সহকারী পুলিশ সুপার মো: ওয়াহিদুজ্জামান রাজু এবং শ্রীমঙ্গল ট্রাফিক জোনের ইনচার্জ (টিআই) মো: সোহেল রানা .
এ সময় বক্তব্য রাখেন নবাগত সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু, বিদায়ী সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর সুহেলুর রহমান, এসআই সাইদুর রহমান, এসআই অলক বিহারি গুণ, এসআই তপন কুমার দাশ, এসআই নজরুল ইসলাম ও সাংবাদিক আনিসুর রহমান প্রমুখ।














পাঠকের মন্তব্য