শ্রীমঙ্গলে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো: জহিরুল ইসলাম শ্রীমঙ্গল

” জনতার অধিকার , আমাদের অঙ্গিকার” স্লোগান নিয়ে গণঅধিকার পরিষদের শ্রীমঙ্গলে  প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বিকাল ৪ টায়  র‍্যালী  দলের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে র‍্যালি বের করা হয়।র‍্যালিতে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মৌলভীবাজার-৪ আসনের এমপি পদ প্রার্থী হারুনুর রশিদ। র‍্যালীটি  স্টেশন রোড শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে    শহর প্রদক্ষিণ করে টিভ্যালি রেস্টুরেন্টের সামনে গিয়ে শেষ হয়।র‍্যালি শেষে টি ভ্যালি রেস্টুরেন্টে  কেক কেটে  ৪র্থ প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়।

ছবি মুক্তিবাণী

এ উপলক্ষে  আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন, গণঅধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি হারুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ যুব অধিকার পরিষদের সভাপতি আরিফ হোসেন, মৌলভীবাজার জেলা যুব অধিকার পরিষদের

সহ সভাপতি নাহিদা খানম, মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদের  যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আমির আলী, শ্রীমঙ্গল উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আরিফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার নেতা নূর হোসেন ও রায়হান আহমেদ, ডা. শেখ আনোয়ার হোসেন, ছাত্র অধিকার পরিষদের নেতা জুবায়ের আহমেদ সহ  প্রমুখ।

ছবি মুক্তিবাণর

এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত এমপি প্রার্থী হারুনুর রশিদ হারুনকে নির্বাচিত করতে সবার প্রতি আহবান জানানো হয়। জনগণের অধিকার রক্ষা ও গণতন্ত্র রক্ষায় দলটির নেতা কর্মীরা সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ছবি মুক্তিবাণী

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও