রবিবার মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে ইজিবাইক, রিকশা ও ব্যাটারিচালিত ভ্যানের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিটসহ ৮ দফা দাবি নিয়ে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। সংগ্রাম পরিষদ মৌলভীবাজার জেলা শাখার এ সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আবুল হাসান।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা কমরেড রাজেকুজ্জামান রতন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় নেতা, সাংবাদিক, রিকশা শ্রমিক ও মালিক প্রতিনিধিরা।
সভা শেষে সন্ধ্যায় দাবি বাস্তবায়ন ও সিলেটে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে পৌরসভা সম্মুখ থেকে এক বিক্ষোভ মিছিল বের করে সংগ্রাম পরিষদ।














পাঠকের মন্তব্য