জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে নিজ অর্থাায়নে গ্রামের পর গ্রাম উন্নয়ন করছেন এক নিবেদিত প্রান সাইদুল ইসলাম

বিশেষ প্রতিবেদক.মৌলভীবাজার :

রাজনগর ৪নং পাঁচগাও ইউনিয়নের আনারস মার্কা চেয়ারম্যান প্রার্থী নিবেদিত প্রান সাইদুল ইসলাম,

তিনি রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়নের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানী হানাদার বাহীনির হাতে নির্যাতিত পরিবারের সস্তান, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে প্রধানমন্ত্রীর স্বপ্ন গ্রাম হবে শহর বাস্তবায়নে নিজ অর্থাায়নে গ্রামের পর গ্রাম উন্নয়ন করছেন আওয়ামীলীগের এক নিবেদিত প্রান সাইদুল ইসলাম। যার কাছে দল মত ধর্ম বর্ণ কোন কিছুর পার্থক্য নাই।

মানবতার সেবাই তার প্রধান উদ্দেশ্য। সে লক্ষকে সামনে রেখে ইউনিয়ন বাসীর জন্য কাজ করে যাচ্ছেন অবিরত। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আনরস মার্কা প্রতীকে প্রার্থীতা করছেন। তার ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের গ্রামের রাস্তাঘাট তৈরী ও ইট দিয়ে মেরামত করে দিয়েছেন। শুধু এখানে থেমে নেই বঙ্গবন্ধুর আদর্শের এই ব্যক্তিটি। প্রবাসে থেকেও ইউনিয়নের মানুষের খোঁজ খবর রেখেছেন।

বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। কোন পরিবারের কোন সমস্যার খবর পেলে সমাধানের জন্য বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। নিজের আয়ের অর্থ থেকে গরীব মেয়েদের বিয়ে, চিকিৎসা, মসজিদ, মাদ্রাসা, নির্মান, স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের আর্থিক সাহায্য, স্কুল ড্রেস, দিয়ে গেছেন। উপজেলার প্রত্যন্ত অঞ্চল আমিরপুর, বাগেশ্বর, ১০ হাজার মানুষের চলাচলে অনুপযোগী আড়াই কিলোমিটার রাস্তা, জালালপুর পেটুগাও কুচকিপুর, ২ কিলোমিটার রাস্তা, শ্রীভোগ-দুগাও- কৈতুরা-উতইসার ১৫/১৬ হাজার মানুষের চলাচলের জন্য প্রায় সাড়ে ৩ কিলোমিটার রাস্তা,কানাই গীরি প্রায় ২ কিলোমিটার, ভূমিউড়া-রাজখলা-সরকার বাজারের রাস্তার সংস্কারের কাজ নিজ খরচে করে দিয়েছেন তিনি। এছাড়াও এ মানুষটি ভূমিহীন মানুষকে ভূমি সহ ঘড়বাড়ি, কবর স্থানের জায়গা করে দিয়ে ছিলেন।

ঘরের টিন, টিউবওয়েল মসজিদ মাদ্রাসায় অনেক দান করেছেন। নির্বাচনে প্রার্থী না হওয়ার মত ব্যক্ত করলে সস্রাধিক মানুষের চাপে পড়ে শেষ পর্যন্ত নির্বাচনীয় প্রার্থী হন তিনি। সমাজ সেবী এই মানুষটি ইউনিয়নবাসীর সেবা করার লক্ষ্যে আনারস প্রতীকে নির্বাচন করতে যাচ্ছেন।

সর্বশেষ আপডেট: ৭ ডিসেম্বর ২০২১, ২০:২৩
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও